শনিবার ১৯ জুলাই ২০২৫ - ০৮:৪৪
ইসরায়েলের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি হলো শান্তি: জাওয়াদ জারিফ

ইরানের কৌশলগত বিষয়ক সাবেক ভাইস প্রেসিডেন্ট ও প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, ইসরায়েলের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় ও প্রকৃত হুমকি হচ্ছে শান্তি।

হাওজা নিউজ এজেন্সি: তিনি শুক্রবার ‘এক্স’ (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে লিখেছেন, “যুদ্ধ, সন্ত্রাস, নাশকতা, চাঁদাবাজি—এই সবই প্রমাণ করে যে ইসরায়েলের জন্য একমাত্র 'অস্তিত্বগত হুমকি' হচ্ছে শান্তি।”

জারিফ বলেন, ইসরায়েল দীর্ঘদিন ধরে শান্তি প্রতিষ্ঠার সব ধরনের উদ্যোগে বাধা দিয়ে এসেছে— এমনকি সেগুলো যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মতো মিত্রদের পক্ষ থেকেও আসুক না কেন।

তিনি ইসরায়েলের বিভিন্ন অপরাধ ও আগ্রাসনের কথাও তুলে ধরেন। এর মধ্যে রয়েছে: সিরিয়ায় সামরিক আগ্রাসন, লেবাননে হামলা ও অনুপ্রবেশ, ইরানের বিরুদ্ধে শত্রুতামূলক তৎপরতা, গাজায় সংঘটিত গণহত্যা এবং ইয়েমেনের বেসামরিক জনগণের ওপর বর্বর বোমাবর্ষণ।

জারিফ আরও বলেন, ইসরায়েল কেবল সামরিক দখলদারিতেই সীমাবদ্ধ নয়, বরং আন্তর্জাতিকভাবে স্বীকৃত বহু গুরুত্বপূর্ণ চুক্তির বিরুদ্ধেও অবস্থান নিয়েছে। তিনি উল্লেখ করেন— যৌথ সমন্বিত কর্মপরিকল্পনা (JCPOA), পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (NPT), রাসায়নিক অস্ত্র কনভেনশন এবং গণবিধ্বংসী অস্ত্র সংক্রান্ত অন্যান্য নিষেধাজ্ঞামূলক চুক্তি।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha