শনিবার ১৯ জুলাই ২০২৫ - ১২:৪২
ইরানের প্রতিরক্ষা শিল্পে নজিরবিহীন সাফল্য: আয়াতুল্লাহ সিস্তানীর প্রতিনিধি

ইসলামী প্রজাতন্ত্র ইরান প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে অভূতপূর্ব অগ্রগতি অর্জন করেছে বলে মন্তব্য করেছেন আয়াতুল্লাহিল উজমা সিস্তানীর প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন সাইয়্যেদ জাওয়াদ শাহরিস্তানি।

হাওজা নিউজ এজেন্সি: আজ (শনিবার) সকালে কোমের সমাজকল্যাণ অধিদপ্তরের প্রধান সাইয়্যেদ জাওয়াদ হোসাইনের সঙ্গে এক সাক্ষাৎকালে তিনি বলেন, “ইরানে বিপুল সম্ভাবনা ও প্রতিভা রয়েছে, যেগুলোকে যথাযথভাবে কাজে লাগানো গেলে দেশের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে।”

তিনি বলেন, “শিক্ষা ও প্রশিক্ষণ খাত তরুণদের প্রতিভা বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশে পদার্থবিজ্ঞান, রসায়নসহ বিভিন্ন বিজ্ঞান শাখায় অসংখ্য মেধাবী তরুণ রয়েছে—এদের যথাযথভাবে মূল্যায়ন করা প্রয়োজন।”

সাইয়্যেদ শাহরিস্তানি আরও বলেন, “আমাদের উচিত নিজেদের সক্ষমতা সঠিকভাবে জানা এবং সেই অনুযায়ী পরিকল্পনা গ্রহণ করা। সুশৃঙ্খল ও সুবিন্যস্ত কর্মপন্থা অবলম্বন করলে আমরা উন্নয়নের শিখরে পৌঁছাতে পারি।”

তিনি ইরানের সামরিক সক্ষমতার দিকেও ইঙ্গিত করে বলেন, “আজ ইরান এমন পর্যায়ে পৌঁছেছে যে, সামরিক ও প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন, চিকিৎসা খাতে বিশেষজ্ঞ তৈরিসহ বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক অগ্রগামী অবস্থান অর্জন করেছে। এমনকি আজ রাশিয়ার মতো দেশও ইরানের কাছ থেকে ড্রোন আমদানি করছে।”

তিনি আরও বলেন, “দেশের প্রতিভা ও সম্পদ যেন বিদেশে চলে না যায়, সেদিকে সতর্ক থাকতে হবে এবং জাতীয় সম্পদকে সর্বোচ্চভাবে কাজে লাগাতে হবে।”

আপনার কমেন্ট

You are replying to: .
captcha