রবিবার ২০ জুলাই ২০২৫ - ১১:২৮
কারবালার ৭২ শহীদের স্মরণে নারকেলবেড়িয়ায় তাবুত মিছিল

নারকেলবেড়িয়ায় অনুষ্ঠিত হলো কারবালার শহীদ হযরত ইমাম হুসাইন (আ.) এবং তাঁর ৭২ জন শহীদের স্মরণে তাবুত মিছিল।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী , নারকেলবেড়িয়া, ২০ জুলাই:
প্রতি বছরের মতো এবছরও নারকেলবেড়িয়ায় অনুষ্ঠিত হলো কারবালার শহীদ হযরত ইমাম হুসাইন (আ.) এবং তাঁর ৭২ জন শহীদের স্মরণে তাবুত মিছিল। এই মহৎ আয়োজনে ৭২টি তাবুত বের করা হয়, যা এক অপূর্ব ধর্মীয় পরিবেশের সৃষ্টি করে।

এই পবিত্র কর্মসূচিতে গোয়ালাটি এবং আশেপাশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য মুমিন ভাই পায়ে হেঁটে অংশগ্রহণ করেন—এই সফরকে তাঁরা আখ্যা দিয়েছেন "সফরে ইশকে হুসাইন (আ.)" নামে। কাফেলাটির নেতৃত্ব দেন মাওলানা ইমরান আলি নাসিরি সাহেব ও মাওলানা মুস্তাফা হুসাইন সাহেব (সরণিয়া)।

যায়েরদের জন্য নিবেদিত খিদমতের আয়োজন করেন বিভিন্ন অঞ্চলের হুসাইনী সংগঠনসমূহ—সরণিয়া হুসাইনী আবাল ফাযল, গোলামে রাহবার কুলিয়া, পাপলিয়া, নারকেলবেড়িয়া, মির্জাপুর, কুলিয়া, মাসিয়া এবং সন্নিয়া। তাঁরা সকলেই নিষ্ঠার সাথে অতিথি সেবায় নিয়োজিত ছিলেন।

GOALATI ANJUMAN-E 18 BANI HASHIM-এর পক্ষ থেকে এই মহান আয়োজনে অংশগ্রহণকারীদের প্রতি জানানো হয়েছে আন্তরিক ধন্যবাদ। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে,
"আমরা আশা করিনি যে এমন সুন্দর ও আন্তরিক পরিষেবা পাবো। আমরা সত্যিই মুগ্ধ। মাওলা যেন আপনাদের এই খিদমত কবুল করেন।"

এই তাবুত মিছিল ও সফরে ইশকে হুসাইন (আ.) ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে এক নব উদ্দীপনার সৃষ্টি করেছে। শহীদদের স্মরণে এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেই আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha