রবিবার ২০ জুলাই ২০২৫ - ১৩:১৮
আন্তর্জাতিক আইন ভঙ্গকে স্বাভাবিক করছে ইউরোপ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি একাধিক ইউরোপীয় দেশের পক্ষপাতমূলক অবস্থানের কড়া সমালোচনা করেছেন, যারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরানের ওপর চালানো সামরিক আগ্রাসনকে সমর্থন বা বৈধতা দেওয়ার চেষ্টা করছে। তিনি সতর্ক করে বলেন, এই ধরনের নীতিগুলি আন্তর্জাতিক আইন ভঙ্গকে স্বাভাবিক করে তুলছে এবং বিশ্বব্যাপী নিরাপত্তাহীনতা আরও বাড়িয়ে দিচ্ছে।

হাওজা নিউজ এজেন্সি: শনিবার এক টেলিফোনালাপে আব্বাস আরাকচি এবং সুইজারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ইগ্নাজিও কাসিস মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন।

আব্বাস আরাকচি ইসরায়েলি ও মার্কিন সামরিক আগ্রাসনকে জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে আখ্যায়িত করেন।
তিনি বলেন, “বিশ্বের সকল দেশকে আগ্রাসনের বিরুদ্ধে সুস্পষ্ট ও দৃঢ় অবস্থান নিতে হবে এবং আইনভঙ্গকারীদের জবাবদিহির আওতায় আনতে হবে।”

তিনি আরও বলেন, কিছু ইউরোপীয় দেশের পক্ষপাতমূলক অবস্থান এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডকে ন্যায্যতা দেওয়ার প্রচেষ্টা উদ্বেগজনক। এ ধরনের আচরণ আন্তর্জাতিক নৈতিকতা ও আইনের বিপরীত, যা আইনের প্রতি অবজ্ঞাকে উৎসাহিত করে এবং আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে।

সুইজারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ইগ্নাজিও কাসিস বলেন, তার দেশ কূটনৈতিক সমাধানে বিশ্বাসী এবং সংলাপ ও মধ্যস্থতায় প্রস্তুত রয়েছে।
তিনি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর চালানো সামরিক হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে মন্তব্য করেন এবং পরিস্থিতির আরও অবনতি রোধে যৌথ প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha