হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, কুমরপুর কেন্দ্রীয় মসজিদে আহলে বাইতে (আ.) জুমার নামাজ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে। এতে এলাকার বিপুলসংখ্যক আহলে বাইতপ্রেমিক ও ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।
জুমার নামাজের ইমামতি ও খুতবা প্রদান করেন বিশিষ্ট জাকিরে আহলে বাইত (আ.) মাওলানা শাব্বীর মাওলায়ী সাহেব।
খুতবায় মাওলানা শাব্বীর মাওলায়ী হযরত ফাতিমা জাহরা (সা.)-এর অনন্য মর্যাদা, তাঁর ত্যাগ, ইমান, নৈতিকতা ও ইসলামী সমাজে ভূমিকার বিভিন্ন দিক নিয়ে বিশদভাবে আলোচনা করেন। তিনি বলেন, “হযরত ফাতিমা (সা.) ছিলেন নবুয়তের ঘরে প্রতিপালিত এক আদর্শ নারী, যাঁর জীবনধারা মানবতার জন্য এক চিরন্তন দৃষ্টান্ত।”
তিনি আরও আহ্বান জানান— হযরত ফাতিমা (সা.)-এর জীবন ও আদর্শকে বর্তমান সমাজে বাস্তবায়নের মাধ্যমে ন্যায়, শুদ্ধাচার ও মানবিকতার পরিবেশ প্রতিষ্ঠা করতে হবে।
নামাজ শেষে মুসল্লিরা হযরত ফাতিমা জাহরা (সা.)-এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন এবং ইসলামী ভ্রাতৃত্ব ও ঐক্যের জন্য দোয়া করা হয়।
আপনার কমেন্ট