হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, পশ্চিম বঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাদুদিয়া থানার অন্তর্গত মাশিয়া গ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক মহতি ঐক্যসভা অনুষ্ঠিত হয়, যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আগত আহলে সুন্নাত আলেম ও উলামা অংশগ্রহণ করেন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে দুই থেকে তিন হাজার মানুষ অংশগ্রহন করেন। অনুষ্ঠানে ইসলামি ভ্রাতৃত্ব, ঐক্য এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শের অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়।
https://youtube.com/shorts/MAlBfRcoZpo?si=K4kZgZEh2Fgxh4xT
উক্ত সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনের বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা করেন। তাঁরা বলেন, “নবী করিম (সা.)-এর জীবনধারা হলো মানবতার পরিপূর্ণ আদর্শ। তাঁর শিক্ষা অনুসরণই সমাজে শান্তি, ভালোবাসা ও ন্যায় প্রতিষ্ঠার পথ।”
অনুষ্ঠানে কবিগণ মহানবী (সা.)-এর শানে সুন্দর নাত ও কাসিদা পরিবেশন করেন, যা শ্রোতাদের হৃদয়ে গভীর আবেগ সৃষ্টি করে। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল দরুদ শরিফ পাঠ, মিলাদ ও দোয়ার পবিত্র পরিবেশ।
ঐক্যসভার আয়োজকরা জানান, এ ধরনের অনুষ্ঠান ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁরা নবীজির শিক্ষাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়নের আহ্বান জানান।
পরিচালনায় :- আঞ্জুমানে তাবলীগে্ হুসাইন (আঃ) মাসিয়া
বক্তাগণ:
অনুষ্ঠান পরিচালনা করেন :- সাব্বির হোসেন গাইন (ঢালীপাড়া)
১..পবিত্র কোরআন তেলাওয়াত করেন জনাব মাওলানা জামশেদ আলী সাহেব (পেশ ইমাম মাসিয়া জামে মসজিদ)
২.. প্রথম বক্তা হিসাবে বক্তব্য রাখেন :- জনাব মাওলানা সাহাজান আলী সাহেব (রাজারহাট)
৩..দ্বিতীয় বক্তা হিসাবে বক্তব্য রাখেন :- মাওলানা হায়দার আলী সাহেব পেশ ইমাম (নারকেলবেড়িয়া)
৪.. তৃতীয় বক্তা হিসাবে বক্তব্য রাখেন মাওলানা হাজী আলী নকী সাহেব (শিক্ষক হুগলি মাদ্রাসা)
কবিগণ:
১..জনাব আরাবুল ইসলাম সাহেব (নিউটাউন)
২..জনাব সাহিনূর হাসান সাহেব (উলুবেড়িয়া)
৩..জনাব নূর ইসলাম সাহেব (নারকেলবেড়িয়া)
৪.. জনাব আশরাফুল আলম সাহেব (মাসিয়া)
৫..জনাব মোজ্জাফর হোসেন সাহেব (কেওশা)
৬..জনাব আমজেদ আলী সাহেব (মাসিয়া)
৭.. জনাব মাওলানা আলী রেজা (সোমপুর)
৮.. জনাব ফিরোজ হোসেন সাহেব (মাসিয়া)
৯.. এম এ হালিম ইসলাম (দক্ষিণ ২৪ পরগানা)
১০.এস কে ইসলাম ও এস কে আসলাম (দক্ষিণ ২৪ পরগানা)
রিপোর্ট: মোহাম্মদ জাওয়াদ ও আরিফ আলী
আপনাকে ও ধন্যবাদ