বুধবার ১২ নভেম্বর ২০২৫ - ১৩:০৭
আধুনিক বিশ্বের চাহিদা পূরণের লক্ষ্যে ৪০০টিরও বেশি হাওজাভিত্তিক শাখা ও বিশেষায়ন নকশা করা হয়েছে

হাওজা ইলমিয়ার পরিচালক ঘোষণা করেছেন যে, হাওজাগুলোর জ্ঞানতাত্ত্বিক বৃক্ষ (Knowledge Tree) ১৬টি প্রধান জ্ঞানক্ষেত্র নিয়ে গঠিত, যাতে ৪০০টিরও বেশি শাখা ও বিশেষায়ন অন্তর্ভুক্ত রয়েছে—যা সমসাময়িক বিশ্বের চাহিদা এবং ইসলামী বিপ্লব ও ব্যবস্থার বৌদ্ধিক চাহিদা পূরণের লক্ষ্যে প্রণয়ন ও অনুমোদিত হয়েছে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, দেশটির হাওজা ইলমিয়ার পরিচালক আয়াতুল্লাহ আলিরেজা আরাফি বুধবার দুপুরে কুম শহরের ফাতেমি ধর্মীয় মাদ্রাসায় শিক্ষক ও শিক্ষার্থীদের সমাবেশে উপস্থিত হয়ে, ফাতেমিয়া দিবস উপলক্ষে শোক প্রকাশ করেন এবং এই মাদ্রাসার গুরুত্বপূর্ণ অবস্থানের কথা উল্লেখ করে বলেন:

হযরত ফাতেমা (সা.) এমন এক উচ্চ মর্যাদার অধিকারিণী, যা কেবলমাত্র আধ্যাত্মিক ও আলৌকিক জগতে বিরল। প্রকৃতপক্ষে, তিনি মানব ইতিহাসে একমাত্র নারী, যিনি জ্ঞান ও বেলায়েত সকল স্তরে পরিপূর্ণ ছিলেন এবং তিনি সরাসরি গায়ব, ফেরেশতাদের জগৎ ও পবিত্র জগতের সঙ্গে সংযুক্ত ছিলেন।

হযরত ফাতেমা যাহরার (সা.) জ্ঞান ও প্রজ্ঞার মহিমা

হাওজা ইলমিয়ার পরিচালক আরও বলেন:
ফাতেমা যাহরা (সা.) ধর্ম ও শরিয়তের সমস্ত সত্য ও বাস্তবতার পূর্ণ জ্ঞান রাখতেন, এবং তাঁর জীবন দুনিয়া ও আখিরাতের মধ্যে কোনো বিচ্ছেদ রাখেনি। বহু ক্ষেত্রে, তিনি একসঙ্গে বাহ্যিক ইমামত ও অন্তর্নিহিত নেতৃত্বের সমন্বয় ঘটিয়েছেন। “উম্মুল আইম্মা” (ইমামদের জননী) উপাধি কেবল তাঁর একাদশ ইমামের মা হওয়ার কারণেই নয়, বরং আধ্যাত্মিকভাবে তিনি আল্লাহর জ্ঞানের প্রচার ও সংযোগের এক মাধ্যম হিসেবেও বিবেচিত।

আয়াতুল্লাহ আরাফি আরও বলেন:
হযরত ফাতেমা যাহরা (সা.) এমন গায়বী প্রাপ্তি লাভ করেছিলেন, যা আল্লাহর আমানত হিসেবে ইমামদের (আ.) কাছে হস্তান্তরিত হয়, এবং বর্তমানে সেই ঐশী আমানত হযরত বাকিয়্যাতুল্লাহ (আজ) — ইমাম মাহদী (আ.) — এর নিকট রয়েছে। হযরত সিদ্দিকা তাহেরা (সা.) গায়বী জগত ও ইমামদের মধ্যে এক আধ্যাত্মিক সংযোগের সেতু, যার প্রকৃত উপলব্ধি করা অত্যন্ত কঠিন।

ইমামত ও ধর্মের সত্য রক্ষায় হযরত ফাতেমা (সা.)-এর ভূমিকা

পরিশেষে, হাওজা ইলমিয়ার পরিচালক হযরত ফাতেমা যাহরা (সা.)-এর সামাজিক ভূমিকার কথা উল্লেখ করে বলেন:
রাসুলুল্লাহ (সা.)-এর ইন্তেকালের পর হযরত ফাতেমা (সা.) ইমামত ও ধর্মের সত্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি আল্লাহর মূল্যবোধ রক্ষা ও তা ভুলে যাওয়ার হাত থেকে বাঁচাতে সাহসিকতার সঙ্গে সংগ্রাম করেন, এবং ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সময়ে ইমামত ও সত্য ধর্মের প্রথম সারির পতাকাবাহক হিসেবে আত্মপ্রকাশ করেন।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha