হাওজা নিউজ এজেন্সি: বুধবার সংবাদমাধ্যম আল-আহাদ’কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট আওন বলেন, “আমি, প্রধানমন্ত্রী এবং সংসদের স্পিকার— আমরা সবাই নির্ধারিত সময়েই সংসদ নির্বাচন আয়োজনের বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ।”
সিরিয়াকে লেবাননের রাজনৈতিক ফাইল বা বিষয়াদি হস্তান্তরের গুজব সম্পর্কে তিনি বলেন, “লেবাননের বিষয় সিরিয়াকে অর্পণের কোনো যৌক্তিকতা বা প্রয়োজন নেই। তবে সিরিয়ার স্থিতিশীলতা লেবাননের স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
ইসরায়েল কর্তৃক লেবাননের দখলকৃত ভূখণ্ডসমূহ থেকে প্রত্যাহারের প্রয়োজনীয়তা প্রসঙ্গে প্রেসিডেন্ট আওন বলেন, “আমরা যুক্তরাষ্ট্রের মাধ্যমে ইসরায়েলের জবাবের অপেক্ষায় আছি, যাতে আলোচনার পথেই দখলকৃত ভূমি মুক্ত করা যায়।”
তিনি আরও জোর দিয়ে বলেন, “হিজবুল্লাহ দক্ষিণ লিতানি নদীর অঞ্চলে কোনো ধরনের হস্তক্ষেপ করছে না। লেবাননের সেনাবাহিনী দক্ষিণসহ দেশের সর্বত্র পূর্ণ সক্ষমতা নিয়ে দায়িত্ব পালন করছে।”
আপনার কমেন্ট