হাওজা নিউজ এজেন্সি: রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন,
نَوِّروا بُیوتَکُم بِتِلاوَةِ القُرآنِ
“তোমরা তোমাদের ঘরবাড়িকে কুরআন তেলাওয়াতের মাধ্যমে নূরানী করে তোলো।”
[উসূলুল কাফি, খণ্ড ২, পৃষ্ঠা ৬১০]
যে ঘরে কুরআন তেলাওয়াত করা হয়, সেই ঘরে আল্লাহর রহমত ও বরকত নেমে আসে। কুরআনের আওয়াজ ঘরকে শুধু আধ্যাত্মিক আলোয় ভরিয়ে তোলে না, বরং পরিবারের অন্তরে প্রশান্তি ও ঐক্যের সঞ্চার ঘটায়। তাই ইসলামী শিক্ষা অনুযায়ী, প্রতিদিন ঘরে অল্প হলেও কুরআন তেলাওয়াত করা উচিত—যাতে জীবনের প্রতিটি কোণে আল্লাহর নূর বিরাজ করে।
আপনার কমেন্ট