হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, অভ্যন্তরীণ কোন্দল,ক্ষমতার লড়াই, অন্তর্দ্বন্দ্ব, নেতৃত্ব সংকট, রাজনৈতিক সংকট,অনৈক্য ও বিভাজন ইত্যাদিকে সুন্দরভাবে ঢাকার জন্য চমৎকার শিরোনাম "যুক্তরাজ্যের রাজনীতিতে অস্থিরতা" ব্যবহার করা হয়েছে। পশ্চিমাদের বৈরী কোনো দেশ যেমন:ইরান, রাশিয়া, ভেনেজুয়েলা ইত্যাদি হলে এ ধরনের পরিস্থিতিকে ব্রিটিশ ও পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো অভ্যন্তরীণ দ্বন্দ্ব,কোন্দল, মতবিরোধ,ক্ষমতার লড়াই, রাজনৈতিক সংকট ইত্যাদি শিরোনাম ব্যবহার করত বা করে থাকে ঐ সব বৈরী দেশগুলোর ব্যাপারে। 'অপসারণের আশংকায় স্টারমার'- এ কথার অর্থ কী?
যুক্তরাজ্যের রাজনীতিতে অস্থিরতা, অপসারণের আশঙ্কায় স্টারমার
এ ব্যাপারে সাফ কথা হচ্ছে ক্ষমতা দখলের লড়াই, অন্তর্দ্বন্দ্ব, অভ্যন্তরীণ কোন্দল ও বিরোধের কারণে প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের পদচ্যুতি যা এক ধরনের অভ্যন্তরীণ দলীয় ক্যুদেতা।এটা আসলে কোনো সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়া নয়।স্রেফ নিজস্ব ব্যক্তি গত বা গোষ্ঠী গত স্বার্থের কারণে এবং ক্ষমতার জন্য এতসব দ্বন্দ্ব ও কামড়াকামড়ি।গণতন্ত্র-ফণতন্ত্রের বুলি আসলে জনগণকে ধোঁকা দেওয়ার বুলি!!আসল কথা হলো ব্যক্তিগত,গোষ্ঠীগত ও দলীয় স্বার্থসিদ্ধি। জনস্বার্থ,দেশ ও দশ হচ্ছে পোড়া ফাঁকা বুলি যা অত্যন্ত মুখরোচক ও প্রতারণামূলকও বটে।এগুলোর পেছনে রয়েছে দুর্নীতি,অসাধুতা,লোভ-লালসা, অবৈধ স্বার্থ,কূট-কলাকৌশল এবং প্রতিদ্বন্দ্বীকে ক্ষমতার রঙ্গশালা ও প্রতিদ্বন্দ্বিতা থেকে ঘায়েল,অপসারণ ও ছুড়ে ফেলার মূলনীতি যা "রাজনীতিতে অস্থিরতার" মতো চমৎকার শিরোনামে জনগণকে ধোঁকা দেওয়া ও গর্দভ বানানোর নীতিই হিসেবে বহি: প্রকাশিত হয়েছে বা হয়ে থাকে পশ্চিমা দেশগুলো বিশেষ করে জ্বরাগ্রস্ত যুরার (যুক্তরাজ্য) রাজনীতিতে।এতে হয়তো পর্দার অন্তরালে রাজা-রানী এবং হালযমানার ব্রিটিশ সামন্তগণ: আর্ল,বায়রন,ডিয়ুক,লর্ড গংদের হাত থাকাও অসম্ভব কিছু নয়।
বাহ্ চমৎকার অগণতান্ত্রিক বংশীয় উত্তরাধিকার সূত্রের রাজতন্ত্র,সামন্ততন্ত্র (ফিউডালিজম), অভিজাত তন্ত্র,গণতন্ত্র,ধনতন্ত্র ইত্যাদির অদ্ভুত চমৎকার বাহারী অ্যামালগাম বা সংকরতন্ত্র হচ্ছে ব্রিটিশ গণভাওতাতন্ত্র যা ব্রিটিশ গণতন্ত্রের শিরোনামে অশান্তির আগুন ঝরাচ্ছে ও ছিটাচ্ছে জ্বরাগ্রস্ত যুরায় (যুক্তরাজ্য) এবং সমগ্র বিশ্বজুড়ে।
অতএব থলের বেড়ালের মতো ব্রিটিশ গণতন্ত্রের প্রকৃত স্বরূপও বেরিয়ে এসেছে ও উন্মোচিত হয়ে গেছে!!!
ব্রিটিশ শাসনব্যবস্থা ও তন্ত্র আসলে কূটকৌশল ও ষড়যন্ত্রের তন্ত্র,মন্ত্র ও ব্যবস্থা।
রিপোর্ট: মুহাম্মদ মুনীর হুসাইন খান
আপনার কমেন্ট