শুক্রবার ১৪ নভেম্বর ২০২৫ - ১৫:৩০
পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে অভিযোগ জানাক

তেহরানের জুমার খতিব আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমদ খাতামি ইসরায়েলের ইরানবিরোধী হামলায় ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বদানের সাম্প্রতিক স্বীকারোক্তির প্রসঙ্গ তুলে ধরে বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলো কার্যকর না হলেও অভিযোগ তোলা জরুরি। তাঁর বক্তব্যে তিনি জোর দিয়ে বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবশ্যই এই “অপরাধী ট্রাম্পের” বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে আনুষ্ঠানিক মামলা করতে হবে এবং এটিই বর্তমান পরিস্থিতিতে ন্যূনতম প্রয়োজনীয় পদক্ষেপ।

হাওজা নিউজ এজেন্সি: ট্রাম্প ইস্যু ছাড়াও আয়াতুল্লাহ খাতামি তার জুমার খুতবায় পানি সংকট, হিজাব, জনগণের জীবিকা ও ধর্মীয় দায়িত্ব বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।

তাওয়াক্কুল ও ধর্মীয় দিকনির্দেশনা
খুতবার শুরুতে তিনি তাওয়াক্কুলের গুরুত্ব তুলে ধরে বলেন, নবী করিম (সা.)–এর শিক্ষা অনুযায়ী আল্লাহর ওপর পূর্ণ নির্ভরতা মুমিনের মূল স্তম্ভ। মানুষের কাজ, আশা ও ভয় যেন কেবল আল্লাহকেই কেন্দ্র করে থাকে—এ কথাই তিনি উপস্থিত মুসল্লিদের স্মরণ করিয়ে দেন। তাঁর বক্তব্যে জোর দেওয়া হয় এ বিশ্বাসে যে সবকিছু আল্লাহর হাতে এবং তিনি ছাড়া আর কেউ ক্ষতি বা কল্যাণ ঘটাতে সক্ষম নন।

পানি সংকট ও সাশ্রয়ের আহ্বান
আয়াতুল্লাহ খাতামি সাম্প্রতিক খরা পরিস্থিতিকে উদ্বেগজনক বলে উল্লেখ করেন এবং বলেন, ৫৭ বছরে এত কম বৃষ্টিপাত দেখা যায়নি। তিনি জানান, এটি রাজনৈতিক বিষয় নয়; বরং সবার সহযোগিতা প্রয়োজন। পানি সাশ্রয়কে তিনি ধর্মীয় দায়িত্ব হিসেবে ব্যাখ্যা করেন এবং অপচয়কে গুনাহ হিসেবে উল্লেখ করেন। ইস্তিগাসার নামাজ, তাওবা ও নৈতিক সংশোধনের মাধ্যমে আল্লাহর বরকত কামনার গুরুত্বও তিনি তুলে ধরেন।

জীবিকা সংকট ও উন্নয়ন পরিকল্পনা
সপ্তম উন্নয়ন পরিকল্পনা নিয়ে সংসদের আলোচনা তিনি ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন এবং ষষ্ঠ পরিকল্পনার সীমিত বাস্তবায়নকে হতাশাজনক বলেন। তাঁর মতে, জনগণের জীবিকা সমস্যার ব্যাখ্যার প্রয়োজন নেই— মানুষ প্রতিদিনই এর বোঝা বহন করছে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জনগণের জীবনে দৃশ্যমান পরিবর্তন আনার জন্য আরও কার্যকর ও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

হিজাব: ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক মাত্রা
হিজাব বিষয়ে তিনি দু’ধরনের নারীর কথা বলেন—ইচ্ছাকৃতভাবে মূল্যবোধের বিরোধিতা করা নারীরা এবং ধর্মপ্রাণ কিন্তু হিজাবে শৈথিল্য প্রদর্শনকারী নারীরা। দ্বিতীয় গোষ্ঠীর নারীদের উদ্দেশে তিনি স্নেহভরে বলেন, তারা যেন নিজের অবস্থানকে সাইয়্যিদা ফাতিমা (সা.আ.)–এর আদর্শের সঙ্গে মিলিয়ে দেখেন, কারণ তাঁর বাণী অনুযায়ী হিজাব নারীর শ্রেষ্ঠ অলংকার। তিনি দাবি করেন, বিদেশি বই ও প্রচারণার মাধ্যমে ইরানি নারীদের হিজাব ত্যাগে উৎসাহ দেওয়া হচ্ছে, যা দেশের স্থিতিশীলতার বিরুদ্ধে পরিকল্পিত প্রচেষ্টা।

আল্লামা তাবাতাবায়ী: স্মরণ ও শ্রদ্ধা
আসন্ন ওফাত বার্ষিকী উপলক্ষে আয়াতুল্লাহ খাতামি আল্লামা তাবাতাবায়ীকে স্মরণ করেন এবং বলেন, আল-মিজান তাফসির, দর্শনচর্চা এবং হাওজার পুনর্জাগরণে তাঁর অবদান অনন্য। তিনি শাহীদ মুতাহহারির উদ্ধৃতি দেন—“ইসলামের প্রাক্কাল থেকে আজ পর্যন্ত আল-মিজানের মতো তাফসির লেখা হয়নি।” আল্লামার শিষ্যদের মধ্যে মুতাহহারি, বেহেশতি ও কুদূসীর মতো বিপ্লবী চরিত্রের কথা তিনি উল্লেখ করেন।

শহীদ তেহরানি-মোকাদ্দম ও শহীদ জয়নুদ্দিনের স্মরণ
তিনি ইরানের মিসাইল কর্মসূচির প্রবর্তক শহীদ হাসান তেহরানি-মোকাদ্দমের শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁর অবদানের কথা স্মরণ করেন এবং উল্লেখ করেন যে তিনি ও তাঁর সহযোদ্ধারা ১২ দিনের যুদ্ধে তেলআবিব ও হাইফায় বহু গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছিলেন। পাশাপাশি ২৬ আবানের শহীদ মেহেদি জয়নুদ্দিন—যিনি মেডিক্যাল শিক্ষা ছেড়ে যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়েছিলেন—তাঁর বীরত্বও তিনি তুলে ধরেন।

বই ও পাঠ্যাভ্যাসের গুরুত্ব
২৪ আবান—কিতাব ও বইপড়ার দিবস—উল্লেখ করে আয়াতুল্লাহ খাতামি বলেন, সর্বোচ্চ নেতা যুবসমাজকে বইপড়ায় অভ্যস্ত করার ওপর জোর দিয়েছেন। তাঁর মতে, অল্প বয়সে গড়ে ওঠা পাঠ্যাভ্যাস সারাজীবন ধরে মানুষের ব্যক্তিত্ব ও চিন্তাকে সমৃদ্ধ করে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha