হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ৬ ডিসেম্বর ২০২৫, কলকাতা—বাবরি মসজিদের সমর্থনে আজ সিয়ালদহ থেকে এক বৃহৎ জুলুস অনুষ্ঠিত হয়। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া জেলা এবং মেদিনীপুরের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সিয়ালদহ থেকে জুলুসটি হাজী কারবালা পর্যন্ত অগ্রসর হয়। সেখান থেকে একটি প্রতিনিধি দল রাজভবনে গিয়ে স্মারকলিপি (মেমোরান্ডাম) পেশ করে।
অনুষ্ঠানে বেশ কয়েকজন বিশিষ্ট অতিথি উপস্থিত ছিলেন এবং বক্তব্য প্রদান করেন। তাঁদের মধ্যে ছিলেন,
প্রফেসর সৈয়দ হায়দর হাসান কাজিমি, চেয়ারম্যান, অল ইন্ডিয়া উর্দু কো-অর্ডিনেশন কমিটি
মাওলানা মুনীর আব্বাস নাজাফি (ঈমাম জুমা, কুমারপুর, হলদিয়া, মেদিনীপুর)
মাওলানা আলম হুসেন আলম
মাওলানা জাহির আলি গাজী
জানাব হাফিজুর রহমান
জানাব মুনাওয়ার হুসেন
জানাব মিজানুর
সৈয়দ সিকন্দর হাসান কাজিমি
অ্যাডভোকেট কামরান হুসেন
এই প্রতিনিধিদল যৌথভাবে ডেপুটি সেক্রেটারি সুমন পল-এর কাছে স্মারকলিপি জমা দেন। তাঁদের বক্তব্য অনুযায়ী, ধর্মীয় সম্প্রীতি ও ন্যায়বিচারের দাবি জানাতেই আজকের এই শান্তিপূর্ণ কর্মসূচির আয়োজন করা হয়। স্মারকলিপি জমা দেওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবেই দিনের কর্মসূচি শেষ হয়।
আপনার কমেন্ট