হাওজা নিউজ এজেন্সি: আমিরুল মু'মিনিন ইমাম আলী (আ.) বলেন,
اِزهَدْ فی الدُّنیا وَ اعرِفْ عَنها، وَ إیّاکَ أَنْ یَنزِلَ بِکَ المَوتُ وَ أَنْتَ آبِقٌ مِن رَبِّکَ فی طَلَبِها فَتَشقی
“দুনিয়ার প্রতি অনাসক্ত হও এবং তা থেকে দূরে থাকো; সতর্ক থেকো— এমনটি যেন না ঘটে যে মৃত্যু এসে তোমাকে পাকড়ে ধরে এমন অবস্থায়, যখন তুমি দুনিয়ার সন্ধানে তোমার প্রতিপালকের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছ। এমন পরিণতি মানুষকে দুর্ভাগ্য ও হতাশার মধ্যে নিমজ্জিত করে।”
[গুরারুল হিকাম, হাদিস ২৩৯৮]
আপনার কমেন্ট