হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইরান ও ইরান সংশ্লিষ্ট গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ করতে তুর্কি নিয়ন্ত্রাধীন সিরিয়ার ইদলিবে ১০ হাজার সন্ত্রাসীর প্রশিক্ষণ দেয়া হয়েছে বলে জানিয়েছেন তুরস্কের জ্যেষ্ঠ সামরিক বিশেষজ্ঞ মেতে ইয়ারার।
তুরস্কের জ্যেষ্ঠ সামরিক বিশেষজ্ঞ মেতে ইয়ারার দেশটির সরকারি টেলিভিশন হাবের গ্লোবালের (Haber Global) এক অনুষ্ঠানে বলেছেন, সিরিয়ার উত্তরাঞ্চলে (ইদলিব) বিভিন্ন জাতীয়তার ১০ হাজার সশস্ত্র (সন্ত্রাসী) প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সিরিয়ায় যুদ্ধের পর এবং সিরিয়ার ন্যাশনাল স্যালভেশন গভর্নমেন্টে তাহরির আল-শাম প্রতিষ্ঠা এবং এর কার্যভার গ্রহণের পর, তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইরানের পূর্ব এবং মধ্য এশিয়ায় ফিরে আসবে।
ইরানের বিরুদ্ধে সন্ত্রাসবাদ পরিচালনার পরিকল্পনায় তুরস্কের নিয়ন্ত্রণাধীন সিরিয়ার ইদলিবে কে বা কারা এই সন্ত্রাসী গোষ্ঠীকে প্রশিক্ষণ দিচ্ছে বা কারা অর্থায়ন করছে এ বিষয়ে তুরস্কের জ্যেষ্ঠ সামরিক বিশেষজ্ঞ মেতে ইয়ারার বিস্তারিত জানাননি।
Your Comment