রিপোর্ট: রাসেল আহমেদ
হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ফিলিস্তিনের ভবিষ্যত সম্পর্কে ইরানের ইসলামি বিপ্লবের মহান নেতা ইমাম খোমেনী'র রহ.) পঞ্চাশ বছর আগের ভবিষ্যদ্বাণীর প্রতি ঈঙ্গিত করে বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী (হাফি.) বলেন, 'পঞ্চাশ বছর বা তারও বেশি আগে ফিলিস্তিনের ভবিষ্যত সম্পর্কে মহামান্য ইমাম খোমেনী (রহ.) যা ভবিষ্যদ্বাণী করেছিলেন, তা আজ ধীরে ধীরে সত্যি হচ্ছে... তিনি সর্বদা পুনরাবৃত্তি করতেন যে "জাতিগুলো যদি (ফিলিস্তিনের সমর্থনে) মাঠে নামে, ফিলিস্তিনিরা নিজেরাই প্রতিরোধ গড়ে তুলে ও (নিজেদের স্বাধীনতা ও মুক্তির জন্য) কোমর বেঁধে নামে (এবং প্রকৃতপক্ষে যদি এমনটি হয়, তবে) ইহুদিবাদী শাষকেরা পিছু হটতে বাধ্য হবে!" এখন এই ঘটনাই ঘটেছে!'
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাসকৃত হামাস-ইসরায়েলের 'যুদ্ধ বিরতি' চুক্তির প্রতি ইঙ্গিত করে তিনি এই বক্তব্য দেন!
উল্লেখ্য যে, গাজায় ইহুদিবাদী ইসরায়েলের দমন-পীড়ন ও স্বরণকালের নির্মম গণহত্যার বিরুদ্ধে ধর্ম-জাতি নির্বিশেষে সারাবিশ্বের মানুষ যখন প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলেছে, ইহুদিবাদী অবৈধ শাসকগোষ্ঠীর বিপরীতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপও যখন তরতর করে বাড়ছে এবং ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা ও তাদের সহযোগী শক্তি ইরান, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের আনসারুল্লাহ, ইরাকের বিভিন্ন প্রতিরোধ সংগঠনের হামলায় কোণঠাসা হয়ে পড়েছে তখন ইহুদিবাদী দখলদার সরকার নিরুপায় ও বাধ্য হয়েই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 'যুদ্ধ বিরতি' প্রস্তাব মেনে নিয়েছে।
Your Comment