মুহাম্মদ মুনীর হুসাইন খান
হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী,
বিসমিল্লাহির রাহমানির রাহিম
বিশ্বের প্রতি গাযা বাসীদের বার্তা :
" ইন্ লাম্ ইয়াক্ব্তুলনাস্ সাওয়ারীখু ইয়াক্ব্তুলনাল্ জূ'
إِنْ لَّمْ یَقْتُلْنَا الصَّوَارِیْخُ یَقْتُلْنَا الْجُوْعُ
যদি আমাদেরকে ( ইসরাইলী) বোমা ও ক্ষেপণাস্ত্র হত্যা না করে তাহলে আমাদেরকে ক্ষুধা হত্যা করবে ( ক্ষুধায় খাদ্যাভাবে না খেয়ে অনাহারে আমাদের মৃত্যু হবে ) । "
মযলূম গাযাবাসীদেরকে নির্মম নির্দয় নিষ্ঠুর ইসরাইলের নির্বিচারে বেপরোয়া এলোপাথাড়ি বোমাবর্ষণ ও ক্ষেপণাস্ত্র হামলা এবং কঠোর সার্বিক অবরোধ থেকে গাযার ফিলিস্তীনী অধিবাসীদের বাঁচাতে এখনই যথার্থ ও পর্যাপ্ত পদক্ষেপ নিন ! গাযাবাসীদের পানি , বিদ্যুৎ, খাবার , ওষুধ ও জ্বালানি থেকে সম্পূর্ণ বঞ্চিত করেছে ইসরাইল । তাই অনতিবিলম্বে গাযার ওপর ইসরাইল কর্তৃক আরোপিত এই কঠোর নিষেধাজ্ঞা ও অবরোধ ভেঙ্গে ফেলার জন্য কার্যকর পদক্ষেপ নিন । সেখানে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পাঠান । গাযার মযলূম সাধারণ নিরীহ জনগণের ওপর ইসরাইলের নির্বিচারে নৃশংস বোমাবর্ষণ বন্ধ করার জন্য রুখে দাঁড়ান প্রতিবাদ করুন বিক্ষোভে ফেটে পড়ুন । জালেম গণহত্যাকারী ইসরাইল এবং তার দোসর ও সাহায্যকারী সাম্রাজ্যবাদী মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য , ফ্রান্স , জার্মানি সহ ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর তীব্র নিন্দা জানান । ওরা মনুষ্যত্ব বর্জিত হিংস্র পশুর চেয়েও অধম । ওদের হিংস্রতা ও পাশবিকতা হিংস্র নেকড়ে ও হায়েনার হিংস্রতাকেও হার মানাবে । ওরা সভ্যতার দাবি করে , মানবাধিকারের দাবি করে অথচ সবাই মিলে গাযায় মানবতাকে পদদলিত করে নিজেদের চরম অসভ্য বর্বর রক্তপিপাসু হিসেবে প্রমাণ করেছে । ওদের বিরুদ্ধে নিন্দা , ধিক্কার ও বিষোদগার ঈমানের দাবি । গাযার আর্তনাদে সারাদিন। গাযার মযলূম আহত ও বাস্তুহারা নারী শিশু বৃদ্ধ বৃদ্ধার সাহায্যার্থে এগিয়ে আসুন । গাযার অধিবাসীদের নরপশু দখলদার হানাদার ইসরাইল বিশ্ব লুটেরা জঘন্য সাম্রাজ্যবাদী
মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের সরবরাহ কৃত বোমা ও ক্ষেপণাস্ত্র দিয়ে মেরে ফেলছে , গাযার সব কিছু ধ্বংস করে ফেলছে ৩০০০ জনের অধিক গাযাবাসীকে হত্যা এবং ১০০০০ এর অধিককে আহত করেছে । প্রতিমূহুর্তে শহীদ ও আহতদের সংখ্যা বাড়ছেই থামাথামি নেই । এরপরও কি সবাই গোটা মুসলিম বিশ্ব মুসলমানরা সবাই চুপচাপ বসে থাকবে ? ইরান ও মুষ্ঠিমেয় গুটিকতক মুসলিম দেশ মযলূম গাযাবাসীদের পাশে দাঁড়িয়েছে এবং এ জঘন্য অন্যায়ের তীব্র প্রতিবাদ করছে । কিন্তু বাকি সব মুসলিম দেশের সরকারগুলোর কী হয়েছে যে তারা এই অন্যায়ের জোরালো প্রতিবাদ করছে না ও উপযুক্ত পদক্ষেপ নিচ্ছে না ? তেল অস্ত্র তো প্রয়োগ করতে পারে তারা । এ অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কাছে কি তেল রপ্তানি বন্ধ করে দিতে পারে না তারা ? আরব দেশগুলোর অঢেল তেল সম্পদ থাকতে গাযার মানুষ তেল ও জ্বালানি পাচ্ছে না। এতো বড়ই লজ্জার কথা !! গাযার মানুষ খাদ্য , পানি , ওষুধ, বাসস্থান , জ্বালানির মত একদম নিত্য প্রয়োজনীয় মৌলিক জিনিস ও অধিকার সমূহ থেকে বঞ্চিত। আমরা কি তাহলে একবিংশ শতকে বাস করছি নাকি চেঙ্গিস, হালাকু মোঙ্গল বর্বর মধ্যযুগে বাস করছি ? ইবলীস শয়তান , নমরূদ , ফেরাউন , শাদ্দাদ , হামান , চেঙ্গিস, হালাকু মোঙ্গলদের প্রেতাত্মা আজ ইসরাইল , মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর রাষ্ট্র প্রধানদের ওপর ভর করেছে বলেই তারা সব শয়তান হয়ে সবাই একযোগে গাযায় সাধারণ মানুষের ওপর এ ধরণের বর্বর নির্মম নিষ্ঠুর আক্রমণ , ধ্বংসযজ্ঞ ও তাণ্ডব লীলা চালাচ্ছে সবার চোখের সামনে
নির্লজ্জ ভাবে। মযলূমের ডাকে যালেমের বিরুদ্ধে সাড়া দিন ।
গাযায় সরাসরি প্রয়োজনীয় খাদ্য ও রসদ পত্র , ত্রাণ সামগ্রী , পানি , ওষুধ, জ্বালানি, মেডিক্যাল টিম , উদ্ধার কর্মী প্রেরণ করার উদ্যোগ নিন । এ জন্য জোরালো দাবি জানান । কিছু আরব ও মুসলিম দেশের সরকার ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে , তাদের উচিত ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা । এজন্য জোরালো দাবি তুলুন । এমতাবস্থায় যারা ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে তারা তো যালেম ইসরাইলের মিত্র এবং মযলূম ফিলিস্তীনের শত্রু ।
বিজয় মযলূম মুস্তাযাফদের জন্যই । গাযা বিজয়ী আর ইসরাইল ও তার সমর্থকরাই পরাজিত। মহান আল্লাহই মযলূমের সহায় । হাসবুনাল্লাহু ওয়া নে'মাল ওয়াকীল । নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন ক্বরীব ।
حسبنا الله و نعم الوکیل و نعم المولی و نعم النصیر . نصر من الله و فتح قریب .
মহান আল্লাহই আমাদের জন্য যথেষ্ট , তিনি কত উত্তম কর্ম বিধায়ক, তিনি কত উত্তম অভিভাবক এবং তিন কত উত্তম সাহায্যকারী । মহান আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং অতি নিকটবর্তী ( অত্যাসন্ন ) বিজয় ।
بسم الله الرحمن الرحيم
أرض العزة
لقد طلع صباح النصر و العزة
للشعب الفلسطيني المحاصر بغزة
غزة المقاومة المجاهدة الصامدة هي أرض الغيرة و العزة
لأمة العزة التي هي خير أمة
أمة خاتم المرسلين و الأنبياء محمد خير البرية
لقد هزّ طوفان الأقصى أركان هيكل الصهاينة
فسقط كيان الاحتلال في انهيار و اضمحلال
ستبدأ عن قريب مسيرة العودة إلى الآراضي المحتلّة
أنتم يا شعب غزة سعداء سعداء
Your Comment