প্রতিবেদন: মুস্তাক আহমদ
হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, পবিত্র কোরআন ও নবী (আঃ)-এর আহলে বাইতের অনুসরণকারী শ্রদ্ধেয় পীর জনাব মওলানা সৈয়দ মারসুদ আলী আল কাদরী সাহেব এই নস্বর দুনিয়া ছেড়ে চলে গেলেন আবাদান জীবনে৷
দীর্ঘদিন রোগে ভুগছিলেন, মাস দু'য়েক আগে কলকাতার এক বেসরকারী হাসপাতালে ভর্তি ছিলেন রোগ জনিত কারনে৷
কিন্তু আজ সকাল 9-00 টায় তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে বাংলার বুকে নিজের হাতে সাজানো লাখো লাখো প্রেমিককে ছেড়ে এই সংসার ছেড়ে পাড়ি দিলেন৷
দীর্ঘদিন গাদীরে খুমের বার্তা, পবিত্র আহলে বাইতের দ্বীনি পয়গম তুলে ধরেছেন৷
আহলে বাইতের মৌলিক পয়গম ও তা মূখ্য প্রাসঙ্গিকতা বজায় ধারাবাহিকতার সহিত নানা পথ পাড়ি দিয়ে ভিন্ন ভিন্ন অভিনব আঙ্গিকে কাজ করেছেন৷
বই, পত্র পত্রিকাও প্রকাশ করে বাংলার আপামর মানুষের নিকট পৌঁছে দিয়েছেন, যা পাঠ করে মানুষ আহলে বাইতের আলোচনা, কারবালার আলোয় অন্ধকার সমাজ আলোকিত হয়৷
দীর্ঘদিন আমরা বাংলার বুকে এক সাথে আনুষ্টানিকতার মাধ্যমে কাজ করেছি, তাকে আমরা একজন মৃদভাষ্য, সৎ ও বন্ধুসুলভ মানুষ হিসাবে পেয়েছি ৷ শিয়া-সুন্নীর ইত্তেহাদের বিষয়ে তিনি দীর্ঘদিন নানান আঙ্গিকে কাজ করেছেন৷
কলিকাতার বুকে বা পশ্চিবঙ্গের বিভিন্ন সেমিনারে আমন্ত্রণ করলেই একডাকে সাড়া দিয়েছেন৷
১৪-মাসুমীণ (আঃ)-এর ওসিলায় আল্লাহ দরবারে তার জন্য মন থেকে দোয়া রইলো ৷ আমিন
Your Comment