বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪ - ২২:৪৭
মেজর জেনারেল হোসেইন সালামি

হাওজা / জুলুম বিরোধী প্রতিরোধ আন্দোলনের বিস্তার একটি খোদায়ি বা ঐশী বিষয়।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি)’র প্রধান  মেজর জেনারেল হোসেইন সালামি গতকাল এক সমাবেশে বলেছেন, জুলুম বিরোধী প্রতিরোধ আন্দোলনের বিস্তার একটি খোদায়ি বা ঐশী বিষয়, তাই সিরিয়ার যুবকরা অবশেষে তাদের দেশকে বিজাতীয়দের হাত থেকে মুক্ত করবে।

সিরিয়ার পরিস্থিতি সম্পর্কে তিনি আরও বলেছেন, যে কোনও দেশে বিজাতীয়রা যখন দেশটির পরিচিতি ধ্বংসের পদক্ষেপ নেয় তখন মুসলিম যুব সমাজ শেষ পর্যন্ত ময়দানকে বিজাতীয়দের হাত থেকে বের করে আনে এবং সিরিয়াতেও তা ঘটবে।

Tags

Your Comment

You are replying to: .