হাওজা নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, ইরানের ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী হযরত ফাতিমা যাহরা (সা.আ.)-এর বরকতময় জন্ম উপলক্ষে আজ (মঙ্গলবার) ইরানের বিভিন্ন শ্রেণী-পেশার হাজার হাজার নারীদের সঙ্গে বৈঠকে সিরিয়া, ইয়েনান ও গাজার পরিস্থিতির প্রেক্ষাপটে দুটি সুসংবাদ দিয়েছেন।
তার প্রথম সুসংবাদ ছিল যে মুজাহিদরা সফল হবে এবং তার দ্বিতীয় সুসংবাদ ছিল যে মুজাহিদিরা অবশ্যই সেই দিন দেখতে পাবে যেদিন শয়তানরুপী শত্রুপক্ষ পরাজিত হবে।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ী বলেছেন, সিরিয়ায় যে ঘটনা ঘটেছে এবং ইহুদিবাদী ইসরায়েল ও আমেরিকা যে অপরাধযজ্ঞ চালাচ্ছে সেসবের ভিত্তিতে তারা ভেবেছে প্রতিরোধ শেষ হয়ে গেছে। কিন্তু তারা মারাত্মক ভুলের মধ্যে রয়েছে। দখলদার ইসরাইয়েল, আমেরিকা এবং তাদের কিছু সহযোগী এমন ভুল করছে।
সর্বোচ্চ নেতা আরও বলেন, সিরিয়ার পথ দিয়ে হিজবুল্লাহকে অবরুদ্ধ করতে পারবে এটা ভেবে ইহুদিবাদী ইসরায়েল এ জন্য প্রস্তুতি নিচ্ছে। আসলে যার শেকড় উপড়ে যাবে সেটি হলো দখলদার ইসরায়েল।
Your Comment