বুধবার ১৮ ডিসেম্বর ২০২৪ - ১০:৪০
জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ এরওয়ানি

হাওজা / জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ এরওয়ানি সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, সিরিয়ার ভবিষ্যৎ নির্ধারণ করা সেই দেশের জনগণের একক অধিকার এবং এই প্রক্রিয়াটি হতে হবে বিদেশী হস্তক্ষেপ বা আধিপত্য ছাড়াই।

জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ এরওয়ানি বলেছেন, সিরিয়ার বিষয়ে ইরানের অবস্থান হচ্ছে কোনো বিদেশি হস্তক্ষেপ ছাড়াই সিরিয়ার ভবিষ্যৎ সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধুমাত্র এ দেশের জনগণেরই রয়েছে।

ইরানের স্থায়ী প্রতিনিধি বলেন, দখলদার ইহুদিবাদী সরকার সিরিয়া পরিস্থিতির অন্যায় সুযোগ নিচ্ছে এবং সম্প্রসারণবাদী লক্ষ্যে এদেশের অবকাঠামো ধ্বংস করছে।

সিরিয়ায় ইসরায়েলি আগ্রাসন ও দখলদারিত্ব বন্ধে দৃঢ় পদক্ষেপ নিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান তিনি।

আমির সাইদ এরওয়ানি আরো বলেন, ইরান ও সিরিয়ার মধ্যে ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে যা অভিন্ন স্বার্থ এবং আন্তর্জাতিক আইন ও বিধিবিধানের অধীনে গড়ে উঠেছে।

তিনি বলেন, সিরিয়া ও অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য ইরান তার ইতিবাচক ভূমিকা অব্যাহত রাখবে এবং এ ব্যাপারে জাতিসংঘ, আঞ্চলিক অংশীদার এবং সিরিয়ার জনগণের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে।

জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি সিরিয়া বিষয়ে জাতিসংঘের রেজুলেশন ২২৫৪ বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha