হাওজা / বাংলাদেশ খালিশপুর কাসরে আব্বাস ( আ:) ইমাম বাড়িতে ইমাম হোসাইন ( আ.) ও কারবালার বীর সেনাপতি হযরত আব্বাস (আ:) এর পবিত্র জন্মদিন উপলক্ষে মাহফিল অনুষ্ঠিত হয়।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, খালিশপুর কাসরে আব্বাস ( আ:) ইমাম বাড়িতে ইমাম হোসাইন ( আ.) ও কারবালার বীর সেনাপতি হযরত  আব্বাস (আ:) এর পবিত্র জন্মদিন উপলক্ষে মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে হামদ, নাত, কাসিদা পড়া হয়। মাহফিলে বক্তব্য রাখেন :  হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সৈয়দ ইবরাহিম খলিল রাজাভী কিবলা, হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সৈয়দ রেজা আলী জাইদী কিবলা , হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সৈয়দ সাজ্জাদ হোসেন কিবলা, হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মো. আব্দুল কাইয়ুম কিবলা।

সার্বিক ব্যবস্থাপনায়: আঞ্জুমানে কাসরে আব্বাস ( আ.) এর সদস্য বৃন্দ।

সার্বিক সহযোগিতায়: হোসাইনী মিশন।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha