সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫ - ২০:৫২
আবু উবায়দাসহ শীর্ষ নেতাদের শাহাদাত, হামাসের  ভিডিও বার্তা

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ঘোষনা করেছে, তাদের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দাসহ একাধিক শীর্ষ নেতা শাহাদাত বরণ করেছেন। সোমবার প্রকাশিত এক ভিডিও বার্তায় এ তথ্য জানানো হয়।

হাওজা নিউজ এজেন্সি: হামাসের বিবৃতি অনুযায়ী, আল-কাসসাম ব্রিগেডের প্রধান স্টাফ কমান্ডার মুহাম্মদ আল-সিনওয়ার, রাফাহ ব্রিগেডের কমান্ডার মুহাম্মদ শাবানা, সামরিক উৎপাদন বিভাগের প্রধান শাইখ রায়েদ সাদ এবং হাকম আল-ঈসা একই হামলায় শাহাদাত বরণ করেন।

এর আগে গত আগস্টে ইসরায়েল গাজায় চালানো এক হামলায় আবু উবায়দার শাহাদাতের দাবি করেছিল। তবে এ বিষয়ে ইসরায়েল নতুন করে কোনো মন্তব্য করেনি।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha