যখনই মুসলিম উম্মাহ একটি হৃদয়, একটি আত্মা ও একটি কাতারে সারিবদ্ধ হয়েছে— তখনই পাহাড়সম শত্রুসেনাও ধুলিসাৎ হয়েছে। যখনই বিভেদের বিষবৃক্ষ মাথা তুলেছে— তখনই পরাজয়ের ছায়া নেমে এসেছে।