হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের কাসরে আব্বাস (আ:) ইমাম বারগাতে হজরত ফাতিমা জাহরার (সা:) শাহাদাত বার্ষিকী উপলক্ষে মজলিস ও জুলুসের আয়োজন করা হয়।
উক্ত মজলিসে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হুজ্জুতুল ইসলাম মাওলানা মো: শামীম মির্জা ও হুজ্জাতুল ইসলাম মাওলানা সৈয়দ ইব্রাহিম খলিল রাজাভী সাহেব কিবলা।
মজলিসে খুলনা, দৌলতপুর, সেনাহাটী,নড়াইল, যশোর, রাজশাহী, পারুলিয়া ও অন্যান্য স্হান এর মোমিন ও মোমেনাত উপস্থিত ছিলেন।
স্থান:- কাসরে আব্বাস (আ:) ইমামবারগাহ, খালিশপুর।
সার্বিক ব্যবস্থাপনায়: হোসাইনী মিশন ও আঞ্জুমানে কাসরে আব্বাস (আ:) এর সদস্যরা।
আপনার কমেন্ট