সোমবার ৩ মার্চ ২০২৫ - ০৯:০০
কুরআনের আলো: ১ম পারার কতিপয় শিক্ষা

কুরআনের প্রথম পারায় মুত্তাকী ও মুনাফিক ব্যক্তিদের পরিচয় ও বৈশিষ্ট্য এবং নবী প্রেরণের উদ্দেশ্যসমূহ বর্ণিত হয়েছে।

হাওজা নিউজ এজেন্সি: রমজানুল মোবারক কুরআন নাজিলের মাস। কুরআন ও হাদীসে এ মাসে বেশি বেশি কুরআন তিলাওয়াত এবং তা থেকে শিক্ষা নিয়ে জীবন গড়ার গুরুত্ব আরোপিত হয়েছে।

কুরআনের নাজিলের মাস রমজানে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন জনাব ড. আব্দুল্লাহ সংকলিত ‘কুরআনের আলো’ পুস্তিকা থেকে আমরা ধারাবাহিকভাবে কুরআনের ৩০ পারার শিক্ষা তুলে ধরছি:

[] ১ম পারার কতিপয় শিক্ষা

১. মুত্তাকী ব্যক্তিদের বৈশিষ্ট্যসমূহ:
ক.) তারা অদৃশ্য বিষয় এর উপর বিশ্বাস স্থাপন করে,
খ.) নামাজ কায়েম করে,
গ.) আল্লাহর দেওয়া রিযিক হতে আল্লাহর রাস্তায় খরচ করে,
ঘ.) সকল আসমানী কিতাবের উপর বিশ্বাস স্থাপন করে,
ঙ.) আখেরাতের উপর দৃঢ় বিশ্বাস রাখে।

২. মুনাফিকদের বৈশিষ্ট্যসমূহ:
ক.) তারা শুধু মুখে আল্লাহ ও পরকালের প্রতি ঈমান আনার দাবি করে,
খ.) তারা ঈমানদারদের সাথে প্রতারণা করতে চায়,
গ.) তাদের অন্তর ব্যাধিগ্রস্থ,
ঘ.) তারা মিথ্যাবাদী,
ঙ.) তারা নিজেদেরকে শান্তির বার্তাবাহক বলে দাবি করে,
চ.) তারা ফেতনা ফ্যাসাদ সৃষ্টি করে,
ছ.) তারা ঈমানদারদের নির্বোধ মনে করে,
জ.) তারা ঈমানদারদের সাথে উপহাস করে,
ঝ.) তারা হেদায়েতের বিনিময়ে গোমরাহী ক্রয় করে,
ঞ.) তারা হেদায়েতপ্রাপ্ত নয়।

৩. নবী প্রেরণের উদ্দেশ্যসমূহ:
ক.) মানুষের নিকট আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করা,
খ.) মানুষকে কিতাব ও হিকমত শিক্ষা দেওয়া,
গ.) মানুষকে পরিশুদ্ধ করে গড়ে তোলা।

হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন জনাব ড. আব্দুল্লাহ সংকলিত ‘কুরআনের আলো’ পুস্তিকা থেকে গৃহীত।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha