হাওজা নিউজ এজেন্সি: পবিত্র কুরআন নাযিলের মাস রমজানে আমরা হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন জনাব ড. আব্দুল্লাহ সংকলিত ‘কুরআনের আলো’ পুস্তিকা থেকে ধারাবাহিকভাবে কুরআনের ৩০ পারার শিক্ষা তুলে ধরছি:
১. মৃত্যুর আগেই আল্লাহর দেয়া রিজিক হতে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে।
২. দান সদকা দেয়ার পর খোঁটা দিলে সেই দানের সওয়াব বিনষ্ট হয়ে যায়।
৩. আল্লাহর রাস্তায় উত্তম জিনিস খরচ করতে হবে।
৪. আল্লাহর রাস্তায় খরচ করার সময় শয়তান দারিদ্রতার ভয় দেখায়।
৫. সমাজে যেসব অভাবী লোক লজ্জার কারনে কারও কাছে হাত পাতে না তাদেরকে আর্থিক সহযোগিতা করতে হবে।
৬. আল্লাহ ব্যাবসাকে হালাল এবং সুদকে হারাম করেছেন।
৭. যারা সুদ খায় তারা আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধে লিপ্ত।
৮. কারো উপর জুলুম করা যাবে না।
৯. ঋণগ্রহীতা যথাসময়ে ঋণ পরিশোধ করতে না পারলে তাকে সময় দিতে হবে।
১০. ঋণ আদান প্রদানের সময় দুইজন সাক্ষীর উপস্থিতিতে তা লিখে রাখতে হবে।
১১. ঈমানদার ব্যক্তিরা যেন কাফেরদের সাথে বন্ধুত্ব স্থাপন না করে।
১২. আল্লাহকে ভালোবাসতে হলে মহানবীর অনুসরণ করতে হবে।
১৩. আল্লাহ ও রাসূলের আনুগত্য করতে হবে।
১৪. হককে বাতিলের সাথে সংমিশ্রিত করা যাবে না এবং জেনেশুনে সত্য গোপন করা যাবে না।
১৫. যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য ধর্মের অনুসরণ করবে তার কোনও আমলই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না।
হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন জনাব ড. আব্দুল্লাহ সংকলিত ‘কুরআনের আলো’ পুস্তিকা থেকে গৃহীত।
আপনার কমেন্ট