হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী,
'দরুদ' ও 'লানত'
........... মুস্তাক আহমদ
নামাজ, রোজা, হজ, জাকাত
-এ আল্লাহ করেন নাই,
মুসলমান এসব পালন করে
দিচ্ছে মুমিনের পরিচয় ৷
কিন্তু নামাজ রোজা হজ জাকাতে
হয়না মুমিনের পরিচয়
নামাজ পড়েই মুমিন হওয়া
কোরআন সম্মত নয়৷
মুমিন তো তারাই হবে
যারা আল্লাহ'তে দিবে সাথ
'দরুদ' ও 'লানত' পড়াতে
আছে আল্লাহর অভিমত৷
তাই মুমিনদের ডাক দিয়ে
খোদ আল্লাহ নির্দেশ দেন,
নবীর প্রতি দরুদ পড়ো
আমিও পড়ি সারাক্ষণ ৷
'দরুদ' পড়া 'লানত' পড়া
এ আল্লাহ করেন নিজে,
'দরুদ' ও 'লানত' পড়ে
আল্লাহ সন্তুষ্ট এমন কাজে ৷
আল্লাহ নিজে 'দরুদ' পড়েন
কোরআনে আছে লেখা
আল্লাহ নিজে 'লানত'ও পড়েন
কোরআনে যায় দেখা ৷
তাই 'দরুদ' ও 'লানত' পড়ে
দাও মুমিনের পরিচয়,
স্পষ্ট ভাবে হবে প্রকাশ
'হক'' ও 'বাতিল' দ্বয় ৷
'হক' ও 'বাতিলে'র মিশ্রণ করে
যারা নতুন ধর্ম গড়ে,
যদিও 'দরুদ' পড়েও তারা
কিন্তু 'লানত' পড়তে ভয়ে মরে ৷
আপনার কমেন্ট