শনিবার ৫ এপ্রিল ২০২৫ - ২০:০৫
ইসরায়েলের বিরুদ্ধে জিহাদের আহ্বান জানিয়ে বিশিষ্ট মুসলিম স্কলারদের ফতোয়া

ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্স (আইইউএমএস) কর্তৃক জারি করা একটি ফতোয়ায় গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধে সকল মুসলিম রাষ্ট্রকে তাৎক্ষণিক হস্তক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে।

হাওজা নিউজ এজেন্সি: এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব ড. আলী আল-কারাদাঘি শুক্রবার সামাজিক মাধ্যম এক্স (টুইটার)-এ জানান, সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া ইসলামী বিশ্বের জন্য বাধ্যতামূলক। 

১৪ জন প্রখ্যাত মুসলিম পণ্ডিতের সমর্থনপুষ্ট এ ফতোয়ায় ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্কযুক্ত মুসলিম দেশগুলিকে শান্তিচুক্তি পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের গাজা সংকট নিরসনের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য চাপ সৃষ্টি করতে মার্কিন মুসলিমদের প্রতি আবেদন করা হয়েছে।

কারাদাঘি স্পষ্ট করেন, “গাজার নিরীহ মানুষের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনে নিষ্ক্রিয় থাকা ইসলামী আইনে গুরুতর অপরাধ। দখলদার শক্তিকে সরাসরি বা পরোক্ষ যে-কোনো সহায়তা নিষিদ্ধ।” তিনি সুয়েজ খাল, বাব আল-মান্দাব, হরমুজ প্রণালীর মতো কৌশলগত স্থল-জলপথে ইসরায়েলি পরিবহন চলাচলে বাধাদানেরও নির্দেশ দেন। 

২০২৩ সালের অক্টোবরে হামাস-নিয়ন্ত্রিত গাজায় ইসরায়েলের ‘প্রতিশোধমূলক’ অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ৫০ হাজার ৬০৯ জন নাগরিক নিহত হয়েছে। গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। 

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha