হাওজা নিউজ এজেন্সি: হুজ্জাতুল ইসলাম জাওয়াদ মোঈন, হাওজায়ে ইলমিয়া খোরাসানের জাতীয় ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক পরিচালক, আহলে বাইত (আ.)-এর জীবন ও ইতিহাস গবেষণায় প্রাথমিক কোর্সের সমাপনী এবং উন্নতর কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। গতকাল শুক্রবার, হযরত খাদিজা (সা.) মাদ্রাসায় তিনি হাওজা ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে সংযোগ স্থাপনের গুরুত্বের কথা উল্লেখ করে বলেন, “হাওজা ও বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমাদের গর্বের বিষয় হচ্ছে আমরা দিন দিন এই সংযোগগুলোকে আরও শক্তিশালী করতে পারছি। উদাহরণস্বরূপ, বিপ্লবের আগেও ইমাম খোমেনী (রহ.) যুবক ও শিল্পীদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিলেন এবং আজ এই সম্পর্ক বিভিন্ন আকারে অব্যাহত রয়েছে।
তিনি ধর্মের ভাষাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার ওপর জোর দিয়ে যোগ করেন, আজ আমাদের আহলে বাইত (আ.)-কে আন্তর্জাতিক ভাষাগুলোতে উপস্থাপন করতে হবে। যেমনভাবে ইমাম খোমেনী (রহ.) জোর দিয়েছেন, আহলে বাইতের জীবনী বিভিন্ন ভাষায় মানবতার সামনে তুলে ধরতে হবে।
হুজ্জাতুল ইসলাম মোঈন আরও বলেন, সর্বোচ্চ নেতা অভ্যন্তরীণ ফিতনা ও সংশ্লিষ্ট হুমকি সম্পর্কে উদ্বিগ্ন। আমাদের তাবলিগের জিহাদে অংশ নিতে হবে এবং বর্তমান প্রজন্মের প্রশ্নগুলোর যৌক্তিক উত্তর দিতে হবে। যদি আমাদের গবেষণা ও অনুসন্ধান এই দিকে না হয়, তাহলে আমরা গুরুতর সমস্যা ও ঝুঁকির মুখোমুখি হব।
তিনি আহলে বাইত (আ.)-এর জীবনী নিয়ে ব্যবহারিক গবেষণার গুরুত্ব এবং এই ক্ষেত্রে গবেষকদের সহায়তা ও উচ্চমানের কাজ তৈরি করার গুরুত্ব উল্লেখ করে বলেন, উপস্থিত শিক্ষকদের এই কোর্সের গবেষণা প্রকল্পগুলোকে তত্ত্বাবধানে নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রভাব বিস্তার করতে হবে।
আপনার কমেন্ট