হাওজা নিউজ এজেন্সির রিপোর্ট অনুযায়ী, কুমের হাওজা এলমিয়ার জামেয়া মোদাররেসিনের সদস্য ও হযরত ফাতেমা মাসুমা (সা.)-এর পবিত্র আস্তানার সাবেক তত্ত্বাবধায়ক আয়াতুল্লাহ আলী আকবর মাসুদি খোমেনি হাওজা নিউজ এজেন্সির সদর দপ্তর পরিদর্শন করেছেন।
আয়াতুল্লাহ আলী আকবর মাসুদি খোমেনি মঙ্গলবার, ২৬ ফারভার্দিন ১৪০৪ (১৫ এপ্রিল ২০২৫) সকালে হাওজা নিউজ এজেন্সির অফিসে পৌঁছেন এবং সংস্থার বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন।
এ সময় হাওজা নিউজ এজেন্সির প্রধান সম্পাদক ও বিভিন্ন বিভাগের পরিচালকগণ সংস্থার কার্যক্রম ও লক্ষ্যসমূহ সম্পর্কে বিস্তারিত রিপোর্ট উপস্থাপন করেন।
আয়াতুল্লাহ মাসুদি খোমেনি পরিদর্শন শেষে হাওজা এলমিয়ার মিডিয়া সেন্টারের প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন রেজা রোস্তমী ও অন্যান্য দায়িত্বশীলদের সাথে এক বৈঠকে অংশগ্রহণ করেন।
তাদের বিস্তারিত আলোচনা শীঘ্রই প্রকাশিত হবে।

আয়াতুল্লাহ আলী আকবর মাসুদি খোমেনি মঙ্গলবার, ২৬ ফারভার্দিন ১৪০৪ (১৫ এপ্রিল ২০২৫) সকালে হাওজা নিউজ এজেন্সির অফিসে পৌঁছেন এবং সংস্থার বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন।
আপনার কমেন্ট