হাওজা নিউজ এজেন্সি: ইমাম জাফর সাদেক (আ.) জীবনের চারটি কঠিন পরিস্থিতিতে চারটি বিশেষ জিকির শিক্ষা দিয়েছেন:
১. حَسْبِيَ اللهُ وَ نِعْمَ الْوَکِيلُ
- (হাসবিয়াল্লাহু ওয়া নিইমাল ওয়াকীল) – অস্থিরতা ও উদ্বেগ দূর করতে
২. لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ
- লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ-জালিমীন) – দুঃখ-কষ্ট ও মনখারাপের সময়
৩. أُفَوِّضُ أَمْرِي إِلَى اللَّهِ إِنَّ اللَّهَ بَصِيرٌ بِالْعِبَادِ
উফাওয়িযু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ) – ধোঁকা বা প্রতারণার আশঙ্কায়
৪. مَا شَاءَ اللَّهُ لَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ"
- (মা শাআল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ)– হালাল রুজি-রোজগারের জন্য
হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন আলী বর্ণনা করেছেন যে, ইমাম সাদেক (আ.) আশ্চর্য প্রকাশ করেছেন সেই সব লোকের প্রতি যারা কঠিন সময়ে এই চারটি কার্যকরী ও মুক্তিদায়ক জিকিরের শরণাপন্ন হয় না।
জিকিরসমূহের বিবরণ:
১. ভয়, দুশ্চিন্তা ও চাপের মুহূর্তে:
জিকির:
حَسْبِيَ اللهُ وَ نِعْمَ الْوَکِيلُ
অর্থ: আল্লাহই আমার জন্য যথেষ্ট, আর তিনি কতই না উত্তম কার্যনির্বাহক।"
২. মর্মযাতনা ও বিষণ্ণতার সময়:
জিকির:
لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ
অর্থ: তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি পবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম।
৩. প্রতারণা বা ধোঁকার শঙ্কায়:
জিকির:
أُفَوِّضُ أَمْرِي إِلَى اللَّهِ إِنَّ اللَّهَ بَصِيرٌ بِالْعِبَادِ
অর্থ: আমার সব কাজ আল্লাহর উপর সোপর্দ করছি, নিশ্চয়ই আল্লাহ বান্দাদের দেখেন।
৪. হালাল রিজিক তালাশ ও প্রার্থনায় জিকির:
مَا شَاءَ اللَّهُ لَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ
অর্থ: আল্লাহ যা চান তাই হয়, আল্লাহ ছাড়া কোনো শক্তি নেই।
প্রতিটি জিকির নির্দিষ্ট সংকটময় মুহূর্তের জন্য উপযোগী এবং মুমিনদের জন্য আধ্যাত্মিক শক্তি ও সান্ত্বনার উৎস।
আপনার কমেন্ট