হাওজা নিউজ এজেন্সি: ইরানের সর্বোচ্চ নেতার আন্তর্জাতিক বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর বেলায়েতি এক বিবৃতিতে আমিরাতের শাসকদের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দেন: “ইরানের দ্বীপগুলো নিয়ে আপনাদের এই অবাস্তব দাবি কি উপনিবেশবাদী শক্তিগুলোর সঙ্গে সহযোগিতার অংশ? মনে রাখবেন, ইরানি জনগণের ধৈর্য সীমাহীন নয়।”
শুক্রবার X প্ল্যাটফর্মে প্রকাশিত বিবৃতিতে তিনি বলেন, এতদিন জনসমক্ষে এড়ানো একটি গুরুত্বপূর্ণ বিষয় এখন স্পষ্টভাবে বলা প্রয়োজন।
তিনি লিখেছেন, “আমরা UAE সরকারকে জিজ্ঞাসা করতে চাই— ইয়েমেনে আপনাদের ভূমিকা কী ছিল? বাবুল-মান্দেব প্রণালী নিয়েও কি আপনারা মালিকানা দাবি করতে চান? সোকোত্রা দ্বীপ দখল করলেন কেন এবং এটি কীভাবে যুক্তরাষ্ট্রের সামুদ্রিক কৌশলের সঙ্গে সম্পর্কিত? এখন কি আপনারা সোকোত্রা এবং হরমুজ প্রণালীর ওপরও দাবিদার হতে চান?”
তিনি আরও বলেন, “ইয়েমেন এবং এখন সুদানে আপনাদের সম্প্রসারণবাদী নীতির কারণে লক্ষাধিক মুসলমানের রক্ত ঝরেছে। আমরা জানতে চাই—সুদানে আপনাদের উদ্দেশ্য কী? কেন এমন কর্মকাণ্ড করছেন যা দেশটির বিভাজনকে আরও গভীর করছে?”
বেলায়েতি আরও প্রশ্ন করেন, আমিরাত কি সুদানে যুক্তরাজ্যের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে? কেন বহু বিশ্লেষক আপনাদের ভূ-রাজনৈতিক আচরণকে একটি “মায়াবী অতিরাষ্ট্রীয় সাম্রাজ্য গঠনের স্বপ্ন” হিসেবে ব্যাখ্যা করছেন?
শেষে তিনি জোর দিয়ে বলেন, “ইরানের দ্বীপগুলোর ওপর বারবার ভিত্তিহীন দাবি তোলা কি এই ঔপনিবেশিক সহযোগিতারই ধারাবাহিকতা? আবু মুসা দ্বীপ—যা আমিরাত রাষ্ট্রের জন্মের বহু শতাব্দী আগেই ইরানের ছিল— তার মালিকানা দাবি করার যুক্তি কোথায়? ইরানি জনগণের ধৈর্যেরও শেষ আছে।”
আপনার কমেন্ট