সোমবার ৮ ডিসেম্বর ২০২৫ - ১১:৫৯
ইস্রায়েলের এক-তৃতীয়াংশ সৈন্য মানসিক সমস্যায় ভুগছে

ইস্রায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকার বিরুদ্ধে যুদ্ধ জয়ে দাবি করলেও এই যুদ্ধের পরিণতি দেশটিতে ক্রমেই প্রকট হয়ে উঠছে।

হাওজা নিউজ এজেন্সি: গতকাল আরও একজন ইস্রায়েলি সৈন্য আত্মহত্যা করার পর, সৈন্যদের মধ্যে মানসিক সংকটের প্রতি মনোযোগ বৃদ্ধি পেয়েছে। গত রবিবার ইস্রায়েলের দৈনিক Israel Hayom লিখেছে, যে ইস্রায়েলি সেনাদের প্রায় এক-তৃতীয়াংশ গাজা যুদ্ধের কারণে সৃষ্ট মানসিক সমস্যায় ভুগছে।

গোলানি ব্রিগেডের কর্মকর্তা নিহোরাই রাফায়েল বেরজনিকে তার বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়েছে, তিনি গাজা যুদ্ধের পর থেকে নিয়মিত দুঃস্বপ্নে ভুগছিলেন এবং অপরাধবোধে একাকী জীবনযাপন করছিলেন। গত এক বছর ছয় মাসে ইস্রায়েলি সেনাবাহিনীতে ২৭৯টি আত্মহত্যার চেষ্টা ঘটেছে, যার মধ্যে ৩৬টি মৃত্যু হয়েছে।

ইস্রায়েলি যুদ্ধ মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় ৮৫ হাজার সৈন্য যুদ্ধের কারণে সৃষ্ট মানসিক সমস্যার কারণে চিকিৎসাধীন। সেনাবাহিনীর এক প্রাক্তন কর্মকর্তা বলেন, এই মানসিক সংকটের মূল কারণ হলো— সৈন্যরা ভয়াবহ দৃশ্যের সাক্ষী হচ্ছে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha