হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, কোচবিহার, ৮ ডিসেম্বর:
উত্তরবঙ্গের কোচবিহার জেলার গোসাইগঞ্জ এলাকায় আজ সফলভাবে দ্বিতীয় দিনের মতো অনুষ্ঠিত হলো ‘আহলে বাইত’ শীর্ষক আলোচনা সভা। গতকাল ৭ ডিসেম্বর প্রথম দিনের প্রকাশ্য সমাবেশ হয় জেলার ভেটাগুড়ি গ্রামে। তার ধারাবাহিকতায় আজ অনুষ্ঠিত হলো আলোচনা পর্ব, দীননয় গ্রামে।
সভায় আলোচক হিসাবে উপস্থিত ছিলেন
মওলানা মীর হোসেম সাহেব (গৌরিপুর, আসাম),
মওলানা মুনির আব্বাস নাজাফি সাহেব (হলদিয়া, পূর্ব মেদিনীপুর),
‘সত্যের পথে’ পত্রিকার সম্পাদক মুস্তাক আহমদ (হাওড়া)।
বক্তারা নবী (সা:)-এর আহলে বাইতের দ্বীনি মর্যাদা, কোরআনিক গুরুত্ব এবং মানবিক আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁদের আলোচনায় আহলে বাইতের আলোকোজ্জ্বল পথকে মানুষের জীবনে বাস্তবায়নের আহ্বান জানানো হয়।
স্থানীয় মানুষের উপস্থিতি ও আগ্রহে অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ বলে আয়োজকরা জানিয়েছেন।
আপনার কমেন্ট