হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, পবিত্র আইয়ামে ফাতেমিয়া উপলক্ষে রেনুবাড় গ্রামে কাদেরীয়াদের পক্ষ থেকে আয়োজিত ধর্মীয় মজলিসে বিপুল সংখ্যক ভক্ত-অনুরাগীদের সমাগম হয়। মজলিসের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের পর হুজ্জাতুল ইসলাম মাওলানা মুনির আব্বাস নাজাফী সাহেব হজরত ফাতিমা জাহরা (সা.আ.)-এর জীবনী, আদর্শ, ত্যাগ ও ইসলামে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরে হৃদয়স্পর্শী বক্তব্য রাখেন।
তিনি আরো বলেন, মুসলিম উম্মাহর নৈতিক ও আধ্যাত্মিক জীবন গঠনে হজরত ফাতিমা জাহরা (সা.আ.) এক উজ্জ্বল আদর্শ। তাঁর চরিত্র ও শিক্ষাকে অনুসরণ করাই আজকের সমাজের জন্য সর্বোত্তম পথনির্দেশ।
মজলিসে শোক ও ভক্তিতে ভরপুর পরিবেশে সুপরিচিত মার্সিয়া পাঠক জনাব মুক্তার হোসেন শাহ অত্যন্ত আবেগময়ভাবে মার্সিয়া উপস্থাপন করেন, যা উপস্থিত সকলকে ফাতিমা জাহরার উপর ঘটে যাওয়া নির্যাতন সম্পর্কে অবগত করে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রতিবছরের মতো এ বছরও যথাযোগ্য মর্যাদা, শোক ও শান্তির বার্তা ছড়িয়ে দিতে এই মজলিসের আয়োজন করা হয়। মজলিস শেষে উপস্থিতদের মধ্যে তাবাররুক বিতরণ করা হয়।
ধর্মীয় শ্রদ্ধা, আধ্যাত্মিকতা ও স্মরণ-অনুভূতিতে পূর্ণ এ অনুষ্ঠানে এলাকার বহু নারী-পুরুষ অংশগ্রহণ করেন এবং সমগ্র রেনুবাড় গ্রামে শোকের আবহ বিরাজ করে।
আপনার কমেন্ট