সোমবার ২৪ নভেম্বর ২০২৫ - ২৩:১২
বাগনানের ইতিহাসে প্রথমবার: আঈয়ামে ফাতেমিয়া মজলিস ও জুলুসে শোক ও শ্রদ্ধার আবহ

হজরত ফাতিমা জাহরা (সা.আ.)–এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে হাওড়ার বাগনানে ইতিহাসে প্রথম আয়োজিত আঈয়ামে ফাতেমিয়া মজলিস ও জুলুসে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে তৈরি হয় গভীর শোক, শ্রদ্ধা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, হজরত ফাতিমা জাহরা (সা.আ.)–এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে এ বছর বাগনান, হাওড়ার ইতিহাসে প্রথমবার আয়োজিত হলো আঈয়ামে ফাতেমিয়া মজলিস ও জুলুস। সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ তারিখে বাগনানের খাজুট্টি এলাকায় অনুষ্ঠিত এই ধর্মীয় আয়োজনে আশপাশের বিভিন্ন এলাকা থেকে বড় সংখ্যায় মানুষ উপস্থিত হন।

অনুষ্ঠানে প্রধান বয়ান প্রদান করেন হুজ্জাতুল ইসলাম মাওলানা মুনির আব্বাস নাজাফি, যিনি হলদিয়া শিয়া মসজিদের পেশ ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর আলোচনায় হজরত ফাতিমা জাহরা (সা.আ.)–এর জীবদর্শন, ত্যাগ, মর্যাদা ও মানবিক মূল্যবোধ তুলে ধরা হয়।

এই আয়োজনটি পরিচালনা করে আহলুলবায়ত (আ.) হিউম্যানিটি ট্রাস্ট (শিয়া – খাজুট্টি)। সংগঠনের সভাপতি ড. ওয়াহিদুল হক এবং সম্পাদক শেখ শায়েম আলী জানান, বাগনানে এই প্রথমবার আঈয়ামে ফাতেমিয়া উপলক্ষে এমন একটি সুসংগঠিত মজলিস ও জুলুসের আয়োজন করা হয়েছে, যা ভবিষ্যতেও ধারাবাহিকভাবে করার পরিকল্পনা রয়েছে।

সারা অনুষ্ঠানজুড়ে পরিবেশ ছিল শোক, ধর্মীয় আবেগ এবং মহান ব্যক্তিত্বের স্মরণে মগ্ন। স্থানীয় মানুষের সহযোগিতা ও অংশগ্রহণে আয়োজনে এক অনন্য ধর্মীয় ঐক্যের প্রকাশ ঘটে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha