হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫ ইং (২০ জমাদিউস সানি) পবিত্র জুম্মাবার উপলক্ষে রাজবাড়ী জেলার আলে মুহাম্মদ (সা.) ইমামবাড়ীতে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন আলে মুহাম্মদ (সা.) ইমামবাড়ীর পরিচালক জনাব খোরশেদ আলম।
সাইয়্যেদা ফাতিমা যাহরা (সা.আ.)–এর পবিত্র জন্মদিবস উপলক্ষে রাজবাড়ীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত/ছবি
তিনি তাঁর আলোচনায় সাইয়্যেদা ফাতিমা যাহরা (সা.আ.)–এর জীবনাদর্শ, তাকওয়া, ধৈর্য ও ইসলামের জন্য তাঁর ত্যাগের বিভিন্ন দিক তুলে ধরেন এবং এসব আদর্শ অনুসরণ করার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসল্লি, পবিত্র কুরআন শিক্ষা ক্লাসের ছাত্র-ছাত্রীদের সম্মানিত অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীরা। আলোচনা শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছাত্র-ছাত্রীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়, যা শিশু-কিশোরদের মাঝে আনন্দ ও উৎসাহ সৃষ্টি করে। অনুষ্ঠান শেষে সকল অংশগ্রহণকারীদের মাঝে তোবারক বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়।
শুভেচ্ছান্তে:
আলে মুহাম্মদ (সা.) ইমামবাড়ী, রাজবাড়ী, বাংলাদেশ
আপনার কমেন্ট