শনিবার ১৩ ডিসেম্বর ২০২৫ - ১৬:৪০
যশোরে হযরত ফাতিমা (সা.আ.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে আনন্দ মাহফিল

হযরত ফাতেমা যাহরা (সাল্লাল্লাহু আলাইহা ওয়া সাল্লাম)-এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে যশোর জেলা শিল্পকলা একাডেমিতে এক আনন্দ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইনকিলাব এ মাহদী মিশন, যশোর এর আয়োজনে এ মাহফিলে প্রধান অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহিম খলিল রাজাভী।

হাওজা নিউজ এজেন্সি: মাহফিলে হযরত ফাতিমা (সা.আ.)-এর জীবন, আদর্শ, ত্যাগ ও সম্মান সম্পর্কে আলোকপাত করা হয়। বক্তারা মানবতার মুক্তির দিশারী রাসূল (সা.)-এর কন্যা এবং ইসলামের ইতিহাসে তার অবিস্মরণীয় ভূমিকা নিয়ে আলোচনা করেন। তারা হযরত ফাতিমা (সা.আ.)-এর অনুপম চরিত্র ও পবিত্র জীবনদর্শন থেকে শিক্ষা নিয়ে সমাজ গঠনের আহ্বান জানান।

হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহিম খলিল রাজাভী তার বক্তব্যে নারী সমাজের জন্য হযরত ফাতিমা (সা.আ.)-এর জীবন চরিত্র একটি উজ্জ্বল দৃষ্টান্ত উল্লেখ করে বলেন, তার জীবন থেকে নৈতিকতা, জ্ঞানার্জন ও সমাজসেবার শিক্ষা গ্রহণ করা সময়ের দাবি। তিনি সকলকে ইসলামের সত্যিকারের মূল্যবোধ ও পারিবারিক বন্ধন সুদৃঢ় করতে আহ্বান জানান।

আনন্দ মাহফিলে কোরআন তিলাওয়াত, মানকাবাত ও হামদ-নাত পরিবেশিত হয়। পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। এতে জেলার বিভিন্ন স্তরের ধর্মপ্রাণ মুসলমান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিশনের কর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজক কমিটি জানান, হযরত ফাতিমা (সা.আ.)-এর পবিত্র জন্মবার্ষিকী পালনের মূল লক্ষ্য হল তার আদর্শকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখা।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha