মঙ্গলবার ৩ আগস্ট ২০২১ - ০১:০৭
মুহাম্মদ মুনীর হুসাইন খান

হাওজা / ইসরাইলে কোভিড ভ্যাক্সিনের বুস্টার ডোয্ প্রদান কর্মসূচী গ্রহণের কারণ

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, ইসরাইলে যারা পূর্ণ ভ্যাক্সিন নিয়েছে তাদের  মধ্যেই রয়েছে  বর্তমান করোনা আক্রান্তদের অর্ধেক !!!  তাই ইসরাইলের জনস্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা তাদের ( অর্থাৎ বর্তমানে কোভিডে আক্রান্তদের ) মাঝে এটাকে রোগ সংক্রমণের আরো মারাত্মক ও ভয়ঙ্কর চিহ্ন ও আলামত দেখা শুরু করবেন ( অর্থাৎ দেখতে থাকবেন ) । - এ কথা বলেছেন ইসরাইলের পাবলিক হেলথ সার্ভিসের পরিচালক শারন আলরোয় প্রাইস।

তিনি বলেছেন : জানুয়ারিতে ভ্যাক্সিন গ্রহণকারীদের মাঝে নতুন করে কোভিডে আক্রান্তদের সংখ্যা মার্চে ভ্যাক্সিন গ্রহণকারীদের মধ্য থেকে নতুন করে কোভিডে আক্রান্তদের চেয়ে দ্বিগুণ !!! আর এ থেকে বাহ্যত: ভ্যাক্সিনের কার্যকারিতা হ্রাসের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

আর এটাই ইসরাইলে কোভিড ভ্যাক্সিনের বুস্টার ডোয্ ( কোভিড ভ্যাক্সিনের ৩য় ডোয্ ) প্রদান কর্মসূচী গ্রহণের কারণ । তিনি বলেন : সংক্রমণগুলো ৬০ বা তদূর্ধ্ব ব্যক্তিদের জন্য বিশেষ করে অসুবিধা জনক ।

সিবিএসের সাথে ফেস টূ নেশনে সাক্ষাৎকারে তিনি বলেন :  " এটাই একমাত্র প্রকৃত অবস্থা নয় যে আমরা (আগে ) বেশি বেশি রোগ ও সংক্রমণ প্রত্যক্ষ করছিলাম । তবে সেগুলো ( এখন ) মারাত্মক ও জটিল অবস্থা ও আকার ধারণ করছে । "

অনুবাদ : মুহাম্মদ মুনীর হুসাইন খান

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha