রবিবার ২০ মার্চ ২০২২ - ১৩:২০
আল্লামা রাজা নাসির

হাওজা / মজলিস-ই-ওয়াহদাত-ই-মুসলিমীন পাকিস্তানের চেয়ারম্যান আল্লামা রাজা নাসির আব্বাস জাফরি বলেন, ইমাম মাহদী (আ.) এর জন্ম উপলক্ষে জানাই অভিনন্দন।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, আল্লামা রাজা নাসির আব্বাস জাফরী বলেন, শব বরাত মহান আল্লাহর পক্ষ থেকে একটি পুরস্কার। এটি গুনাহ মাফের রাত তাই এই রাতটি আল্লাহর ইবাদতে কাটানো উচিত।

তিনি বলেন, ১৫ই শা'বান মানবতার ত্রাণকর্তা ইমাম জামানা (আ.)-এর জন্মদিন। তিনি অত্যাচার থেকে সমগ্র মানবতাকে রক্ষা করবেন।

তিনি সমগ্র মানবতার ত্রাণকর্তা।

এই পবিত্র রাত হল ঈশ্বরের নৈকট্য অর্জনের সর্বোত্তম উপায়, সর্বশক্তিমান আল্লাহ আমাদের এই পবিত্র আশীর্বাদগুলি থেকে উপকৃত হতে সাহায্য করুন, আল্লাহু আমিন

মজলিস-ই-ওয়াহদাত-ই-মুসলিম পাকিস্তানের প্রধান তার প্রতিনিধি দল নিয়ে 'শহীদ কায়েদ' আল্লামা আরিফ হোসায়েন হোসায়েনীর মাজার জিয়ারত করেন।

সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উপ-মহাসচিব নাসির শিরাজী, রাজনৈতিক সম্পাদক আসাদ আব্বাস নাকভী, তাহসিল মেয়র প্রার্থী মুজাম্মিল হোসেন ফাসিহ, ইরশাদ হুসেইন, মুসাররাত কাজমী প্রমুখ।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha