শুক্রবার ৬ মে ২০২২ - ১০:০৩
ইকরা কুরআন প্রতিযোগিতা

হাওজা / গত বছরের মতো এ বছরও সাহার উর্দু টিভিতে কোরআন তেলাওয়াতের একটি আকর্ষণীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় যার চূড়ান্ত পর্বে পাকিস্তানের তিনজন কারী প্রথম থেকে তৃতীয় স্থান অধিকার করেন।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, ইকরা আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা প্রযোজক ও পরিচালক মোস্তফা রোস্তাইয়ের তত্বাবধানে প্রথম রমজান থেকে শুরু হয় এবং ঈদুল ফিতরের রাত পর্যন্ত চলে।

প্রতিবেদনে বলা হয়, সোমবার রাতে অনুষ্ঠিত প্রতিযোগিতার উত্তেজনাপূর্ণ ও চূড়ান্ত পর্বে পাকিস্তানের তিন কারী প্রথম থেকে তৃতীয় স্থান অর্জন করে এবং এভাবে দুই হাজার, দেড় হাজার এবং এক হাজার ইউরোর পুরস্কারে ভূষিত হয়।

এর আগে সেমিফাইনাল পাঁচ দিন ধরে চলেছিল যা রবিবার রাতে শেষ হয়েছিল যেখানে সর্বাধিক পয়েন্ট সহ তিনজন কারীকে চূড়ান্ত রাউন্ডে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছিল।

সোমবার রাতে অনুষ্ঠিত ইকরা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে তিনজন বিশিষ্ট পাকিস্তানি তেলাওয়াতকারী নাঈমুর-রহমান, ইনামুল-হক এবং আবদুল সামাদ লিয়াকত যথাক্রমে নির্বাচিত আয়াত তেলাওয়াত করেন।কারী আবদুল রহমান প্রথম পুরস্কার পান, ক্বারী ইনামুল-হক দ্বিতীয় পুরস্কার এবং তৃতীয় পুরস্কার পেয়েছেন কারী আবদুল সামাদ লিয়াকত।

উল্লেখ্য যে, ইকরা আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার লক্ষ্য বিশ্বে বিশেষ করে পাকিস্তান ও ভারত উপমহাদেশে একটি কুরআনিক পরিবেশ তৈরি করা, ইসলামী উম্মাহর মধ্যে ঐক্য ও সম্প্রীতি, কুরআন অধ্যয়নের ক্ষেত্রে লুকিয়ে থাকা প্রতিভাকে তুলে ধরা। একই সঙ্গে পবিত্র কোরআনের প্রতি তরুণদের আকৃষ্ট করা, এ লক্ষ্যে গত বছর রমজান মাসে সাহার উর্দু টিভির মাধ্যমে শুরু হয়, যা এ বছরও অব্যাহত রয়েছে।

কুরআন প্রতিযোগিতাটি কোয়ালিফাইং, সেমিফাইনাল ও ফাইনালের তিনটি ধাপে অনুষ্ঠিত হয় যাতে ইরান, আফগানিস্তান, পাকিস্তান, ভারত ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের মোট ৬৯ জন কারী অংশগ্রহণ করতে সক্ষম হয়।

উর্দু জগতের বিশিষ্ট ও প্রখ্যাত শিক্ষক কারী ওস্তাদ সৈয়দ সাদাকাত আলী (পাকিস্তান), কারী ওস্তাদ মুহাম্মদ ওয়াজাহাত রাজা (পাকিস্তান), কারী ওস্তাদ আজদার আব্বাস খান (ভারত) এবং হাফিজ সৈয়দ মুজতবা রিজভী (ভারত) বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন সৈয়দ বাকির রাজা কাজমী।

উল্লেখ্য যে এই ইকরা কুরআনিক অনুষ্ঠানটি এর উপযোগিতা ও গুরুত্বের কারণে সংক্ষিপ্ত বিরতির পর বছরব্যাপী আবার প্রচারিত হবে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha