হুজ্জাতুল ইসলাম মাওলানা মাসুম আলী গাজী নাজাফী
قَالَ الصَّادِقُ عَلَیْهِ السَّلاٰمُ : اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِیْ جَعَلَ فِیْ النَّاسِ مَنْ یُفِدُ اِلَیْنَا وَیَمْدَحُنَا وَیَرْثِیْ لَنَا
ইমাম জাফর সাদিক্ব (আঃ) বলেছেন : "মহান আল্লাহ তাআলার (অশেষ) ধন্যবাদ যে, তিনি মানুষের মধ্যে থেকে এমন কিছু মানুষকে প্রশংসোক হিসেবে নিযুক্ত করেছেন, যারা আমরা আহলেবায়েত এর কাছে আসে ও আমাদের প্রশংসা করে এবং মর্সিয়া পাঠ করে।"
সর্বপ্রথম, আমরা মহান আল্লাহ তাআলা'কে ধন্যবাদ জ্ঞাপন করি যে, তিনি আমাদেরকে আহলেবায়েত (আঃ)-এর প্রেমিকদের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন এবং এটি আমাদের জন্য মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি মহান নেয়ামত। তাই এই নেয়ামতের সম্মান করা আমাদের গুরুদায়িত্ব।
আপনার কমেন্ট