হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, প্রিয় আযাদারগণ! সালামুন আলাইকুম, সন্মানিয় মাওলার আযাদারগণ আপনাদের অবগত করানো হচ্ছে যে, বিগত বছরের ন্যায় এই বছরও আরবাইনে আগত যায়েরীনদের খিদমতের জন্য নাজাফে আশরাফ ইরাকে হযরত মাওলা আলী (আ.)-এর হারামের সামনে মৌকিব (খাদ্য ষ্টল) এর আয়োজন করা হয়েছে।
উক্ত ষ্টলে পানি, শরবত, চা ও তিন বেলার আহারের ব্যবস্থা করা হয়েছে। উল্লেখ্য এই খাদ্য শিবির টি বিগত ৬ থেকে ৭ বছর ধরে সফল ভাবে আয়োজিত হয়ে আসছে।
হাওজা / বিগত বছরের ন্যায় এই বছরও আরবাইনে আগত যায়েরীনদের খিদমতের জন্য নাজাফে আশরাফ ইরাকে হযরত মাওলা আলী (আ.)-এর হারামের সামনে মৌকিব (খাদ্য ষ্টল) এর আয়োজন করা হয়েছে।
আপনার কমেন্ট