শুক্রবার ৯ সেপ্টেম্বর ২০২২ - ১৩:০৮
মাওলানা মাসুম আলী গাজী নাজাফী

হাওজা / ইমাম সাজ্জাদ (আঃ) বলেছেন : যে মোমিন, ইমাম হোসায়েন (আঃ) এবং তাঁর সাহাবীদের দুঃখে রোদন করবে, এমনকি একফোটা অশ্রু যদি তার মুখ পর্যন্ত পৌঁছায় তবে মহান আল্লাহ তায়ালা তার বিনিময়ে তাকে জান্নাতে উচ্চ স্থান প্রদান করবেন।

হুজ্জাতুল ইসলাম মাওলানা মাসুম আলী গাজী নাজাফী

قَالَ عَلِیُّ بْن الْحسین السَّجَّادِ عَلَیْهِ السَّلاٰمُ : اَیُّمٰا مُوْمِن دَمِعَتْ عَیْنٰاہُ لِقَتْلِ الْحسینؑ وَمَنْ مَعَهُ حَتّیٰ یَسِیْلَ عَلٰی خَدَّیْهِ بَوَّاہُ اللّٰهُ فِیْ الْجَنَّةِ غُرَفاً

ইমাম সাজ্জাদ (আঃ) বলেছেন : "যে মোমিন, ইমাম হোসায়েন (আঃ) এবং তাঁর সাহাবীদের দুঃখে রোদন করবে, এমনকি একফোটা অশ্রু যদি তার মুখ পর্যন্ত পৌঁছায় তবে মহান আল্লাহ তায়ালা তার বিনিময়ে তাকে জান্নাতে উচ্চ স্থান প্রদান করবেন।"

অন্য এক হাদীসে ইমাম হোসায়েন (আঃ) এর উপর অশ্রুজলের সওয়াবের কথাও উল্লেখ করা হয়েছে,

ইমাম জাফর সাদিক্ব (আঃ) বলেন : আমাদের প্রতি অশ্রুপাত ব্যতীত সবকিছুর প্রতিদান ও সওয়াব নির্ধারিত।

জা'মে আহাদীস আস শিয়া খন্ড ১২ পৃষ্ঠা ৫৪৮

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha