বৃহস্পতিবার ৬ অক্টোবর ২০২২ - ১১:৫০
মাওলানা মাসুম আলী গাজী নাজাফী

হাওজা / একে অপরের যিয়ারাত কর এবং একে অপরের সাথে সাক্ষাত করতে যাও। একে অপরের সাথে আলোচনা কর এবং আমাদের বেলায়েত জীবিত রাখ।

হুজ্জাতুল ইসলাম মাওলানা মাসুম আলী গাজী নাজাফী

قَالَ الصَّادِقُ عَلَیْهِ السَّلاٰمُ : تَزَاوَرُوْا وَتَلاقُوْا وَتَذَاکَرُوْا وَاَحْیُوا اَمْرَنَا

ইমাম জাফর সাদিক্ব (আঃ) বলেছেন : "একে অপরের যিয়ারাত কর এবং একে অপরের সাথে সাক্ষাত করতে যাও। একে অপরের সাথে আলোচনা কর এবং আমাদের বেলায়েত জীবিত রাখ।"

উল্লেখিত হাদীসে তিনটি নৈতিক দিকনির্দেশনা করা হয়েছে।

১) মোমিনদের পরস্পরের সাথে দেখা করা উচিত, যাতে আত্মীয় বন্ধনের অধিকার আদায় করা যায়।

২) একে অপরের সাথে করমর্দন করা, একে অপরকে স্মরণ করা।

৩) আহলেবায়েত (আঃ)-এর বেলায়েত জীবিত রাখা।

দ্বীন ইসলামে এক মোমিন অন্য মোমিনের ভাই, আর আহলেবায়েত এর যিকর্ হল এবাদত। অতএব, একজন ধর্মীয় ভাইয়েরও কিছু অধিকার আছে, যার মধ্যে একটি হল তার বাড়িতে গিয়ে তার সুস্থতার খবরাখবর নেওয়া।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha