হুজ্জাতুল ইসলাম মাওলানা মাসুম আলী গাজী নাজাফী
قَالَ الصَّادِقُ عَلَیْهِ السَّلاٰم : مَامِنْ عَیْنٍ بَکَتْ لَنَا اِلَّا نُعِّمَتْ بَالنَّظْرِ اِلَی الْکَوْثَرِ وَسُقِیَتْ مِنْهُ
ইমাম জাফর সাদিক্ব (আঃ) বলেছেন : "আমাদের উপর বর্ষিত নয়নজলের সওয়াব হল হাউজে কওসার থেকে তৃষ্ণা নিবারণ করা।"
ইমাম আলি (আঃ)-এর হস্ত দ্বারা হাউজে কওসার থেকে তৃষ্ণা নিবারণের জন্য আমরা গর্বিত। পিতা সাক্বিয়ে কাউসার এবং সন্তান হলেন জান্নাতের মালিক। আর মা জননী জান্নাতবাসী নারীকূলের নেত্রী এবং নানাজী হলেন সমস্ত নবীদের নেতা।
আপনার কমেন্ট