মঙ্গলবার ২৫ অক্টোবর ২০২২ - ২০:১৮
আফ্রিকার বঞ্চিত গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে কোরআনের ১৪০০ কপি বিতরণ

হাওজা / মালেশিয়ার সমাজসেবীদের প্রচেষ্টায় আফ্রিকার দেশ চাডের গ্রামীণ জনগোষ্ঠী এবং বঞ্চিত এলাকায় কুরআনের ১৪০০ কপি বিতরণ করা হয়েছে।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, মহানবী (সা.)-এর জন্মদিন উপলক্ষে মালেশিয়ার কিছু সমাজসেবীদের প্রচেষ্টায় চাড প্রজাতন্ত্রের বঞ্চিত উত্তর-পশ্চিমাঞ্চলে পবিত্র কোরআনের ১৪০০ কপি বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য যে চাড প্রজাতন্ত্রের জনসংখ্যা এক কোটি আশি মিলিয়ন। মরুভূমিতে ঘেরা এই দেশটি আফ্রিকার প্রাণকেন্দ্রে অবস্থিত। এই দেশটি ১৯৬০ সালে ঔপনিবেশিক ফ্রান্স থেকে স্বাধীনতা লাভ করে। এই দেশের জাতীয় ভাষা "ফরাসি" তবে আরবি এবং অন্যান্য কিছু স্থানীয় ভাষাও এই দেশের কিছু অঞ্চলে কথা বলা হয়। এদেশের জনসংখ্যার প্রায় অর্ধেকই মুসলিম এবং তেজানি ধর্মের অনুসারী।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha