মঙ্গলবার ২৭ ডিসেম্বর ২০২২ - ১৩:২৩
আজ ফাতেমা জাহরা (আ.)-এর শাহাদাত দিবসে সারা বিশ্ব শোকাহত

হাওজা / বিনতে রাসুল, উম্মে আবিহা, হামসারে মুর্তজা, সিদ্দিকা-এ-কুবরা হযরত ফাতেমা জাহরা (রা.)-এর শাহাদাত দিবসকে সামনে রেখে সারা বিশ্বে চলছে শোকের মজলিস ও মাতম।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, ইরান, ইরাক, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, সিরিয়া, লেবাননসহ অন্যান্য দেশে বিনতে রাসুল (সা.) এর শোক দিবস উপলক্ষে মজলিস ও মাতম চলছে।

সারা ইরান জুড়ে হযরত ফাতেমা মাসুমার পবিত্র মাজার, ইমাম আলী রেজা (আ.) এর মাজার মাশহাদ ও শিরাজে হজরত আহমদ বিন মুসা শাহচিরাগ মাজার গুলো শোকে পূর্ণ।

ইসলামী বিপ্লবী নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপস্থিতিতে তেহরানের হোসাইনিয়া ইমাম খোমেনির একটি বিশেষ মজলিসের আয়োজন করা হয়, যাতে হাজার হাজার মানুষ অংশ নেয়।

ইরাকের পবিত্র স্থান বিশেষ করে নাজাফ আশরাফে আলী মুর্তজা (আ.)-এর পবিত্র মাজারে লাখ লাখ দেশি-বিদেশি জিয়ারতকারী সমবেত হচ্ছেন।

এছাড়াও কারবালা এবং অন্যান্য পবিত্র মাজারগুলিতে জিয়ারতকারী ও শোকার্তদের একটি বিশাল সমাবেশ রয়েছে।

ভারত, বাংলাদেশ ও পাকিস্তানে, বড় আকারের শোক মিছিল এবং মজলিসের আয়োজন করা হয়েছে এবং লোকেরা ইমামবারগাহ এবং তাদের বাড়িতে 'ফারশে আজা' বিছিয়ে মজলিস করছেন।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha