রবিবার ৯ জুলাই ২০২৩ - ১৯:৩২
হুজ্জাতুল ইসলাম ওয়াল-মুসলেমিন ডাঃ আলী জাদে মুসাভী

হাওজা / বাংলাদেশে অবস্থানরত ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ওয়াল-মুসলেমিন ডাঃ আলী জাদে মুসাভী মাচগাওয়া শরীফ সুলতান হযরত সৈয়দ আরিফ আলি শাহ দরগাহ’তে ওরস অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশে অবস্থানরত ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ওয়াল-মুসলেমিন ডাঃ আলী জাদে মুসাভী মাচগাওয়া শরীফ সুলতান হযরত সৈয়দ আরিফ আলি শাহ দরগাহ’তে ওরস অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

ভারতের উত্তরপ্রদেশের বারাবাঙ্কি শহরের নিকটে মাচগাওয়া শরীফে হযরত মাখ্দুম শাহ্‌ সারাং আস্তানার নিমন্ত্রণে সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা সৈয়দ আলি খামেনায়ীর প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ওয়াল-মুসলেমিন ডাঃ আলী জাদে মুসাভী "আহলে বাইতের মাহাত্ম্য" শিরোনাম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে ভারতীয় আলেমসহ নেপালে উপস্থিত ভারতীয় ইসলামিক স্কলার, সাংবাদিক ও ইসলামিক সেন্টার অফ দ্য ওয়ার্ল্ড ফেডারেশন ইন নেপালের সমন্বয়কারী হুজ্জাতুল ইসলাম ওয়াল-মুসলেমিন ডাঃ জয়নুল আবেদিন উপস্থিত ছিলেন। দরগাহ কমিটি তাঁদের ফুল দিয়ে স্বাগত জানায়।

প্রথমে, মাচগাওয়া শরীফ আস্তানার সাজ্জাদা-নাশিন এবং তাঁর প্রতিনিধি, দরগাহ কমিটির সদস্যবৃন্দ এবং ভারতের পির ও খাদেমদের সঙ্গে বৈঠকে আস্তানার পক্ষ থেকে মাওলানা মানসুর আরেফি তাঁকে স্বাগত জানান এবং হুজ্জাতুল ইসলাম ওয়াল-মুসলেমিন ডাঃ আলী জাদে মুসাভী ভারতীয় মুসলমানদের অগ্রগতি ও ভারতে আহলে বাইত (আ.)এর শিক্ষা বিস্তারে ওলিদের ভুমিকা নিয়ে বক্তব্য রাখেন।

আস্তানা কমিটির পক্ষ থেকে পুরো মাজার পরিদর্শন করানো হয় এবং আস্তানার সাজ্জাদা-নাশিন পির আতিক এবং পিরজাদি ফিরোজার সঙ্গে বিশেষ সাক্ষাৎ করানো হয়। সর্বোচ্চ নেতার প্রতিনিধি তার সঙ্গীদের নিয়ে দুই পবিত্র মাজারে উপস্থিত হন এবং ফাতিহা পাঠ করেন।

অনুষ্ঠান শেষে হুজ্জাতুল ইসলাম ওয়াল-মুসলেমিন ডাঃ আলী জাদে মুসাভী ও হুজ্জাতুল ইসলাম ওয়াল-মুসলেমিন ডাঃ মাওলানা জয়নুল আবেদিন আস্তানার বিশেষ দস্তোরখানে হাজির হন। আস্তানা কমিটি এবং সাজ্জাদা-নাশিনের পক্ষ থেকে ডাঃ আলী জাদে মুসাভী বিশেষ উপহার গ্রহণ করেন।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha