সোমবার ১৮ ডিসেম্বর ২০২৩ - ১০:৩৩
ফাতিমিয়া মিছিল

হাওজা / হযরত মা ফাতেমা যাহারা শাহাদাত দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এ বছরও এক বিশাল শোকো ময় পথ ও সভা আয়োজন করা হয়েছিল।

রিপোর্ট: মিন্টু সরদার

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, সালামুন আলাইকুম। হযরত মা ফাতেমা যাহারা শাহাদাত দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এ বছরও এক বিশাল শোকো ময় পথ ও সভা আয়োজন করা হয়েছিল।

সময় বৈকাল ৩ টায় কেওটশাহ হইতে নারিকেলবেড়িয়া কারবালা পর্যন্ত অভিমুখে জুলুস শুরু হয়। টোটাল ১৮ টি গ্রামের মানুষ সম্মিলিতভাবে এই শোকো ময় পথসভায় পায়ে হেঁটে নারিকেলবেড়িয়া কারবালা পর্যন্ত আসেন।

প্রত্যেকের মুখে একটি কথা ছিল। লাব্বাইক ইয়া ফাতেমা তু জাহেরা। এবং জনসংখ্যা ছিল আনুমানিক প্রায় ৭ হাজার থেকে ৮ হাজারের কাছাকাছি ।‌

অনুষ্ঠান পরিচালনা করেন জনাব জাফর আলী সাহাজি এবং হুজ্জাতুল ইসলাম মাওলানা হায়দার আলী সাহেব কিবলা।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha